100 crore vaccination: 'মোদির মতো নেতা দেশে আছেন বলে সম্ভব হচ্ছে', ১০০ কোটি টিকাকরণের গণ্ডি পার করায় প্রতিক্রিয়া দিলীপের
করোনা আবহে ৯ মাসের মধ্যে বিশ্বের একমাত্র দেশ হিসেবে ১০০ কোটি টিকাকরণের গণ্ডি পার করল ভারত...
রঞ্জিৎ সাউ, নিউটাউন: করোনা আবহে ৯ মাসের মধ্যে বিশ্বের একমাত্র দেশ হিসেবে ১০০ কোটি টিকাকরণের গণ্ডি পার করল ভারত। এই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের ভূয়সী প্রশংসা করলেন দিলীপ ঘোষ।
করোনা আবহে ৯ মাসের মধ্যে ১০০ কোটি টিকাকরণের গণ্ডি পার করল ভারত। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের উৎসাহ দিতে এদিন দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালে যান প্রধানমন্ত্রী।
এই প্রেক্ষিতে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে এসে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ বলেন, নিঃসন্দেহে এটা আমাদের কাছে গৌরবের। মেডিক্যাল সায়েন্স হোক বা অন্য কোনও কারনেই হোক, ভারতকে পিছিয়ে থাকা দেশ হিসেবে আমরা মনে করি যাকি। অথচ, সেই দেশ বিশ্বকে পথ দেখাচ্ছে।
তিনি বলেন, অনেক উন্নত দেশ যারা মেডিক্যাল সায়েন্সে অনেক উন্নতি করেছে তারাও পিছিয়ে গেছে। অন্যান্য দেশে একটা ভ্যাকসিন হচ্ছে আমাদের দেশে দুটো করে ভ্যাকসিন হচ্ছে। দেশের একশো কোটি লোককে দেওয়ার সঙ্গে সঙ্গে আরও পঞ্চাশটা গরিব দেশের মানুষকে দিচ্ছি মানবতার খাতিরে।
'মোদির মতো নেতা দেশে আছে বলে সম্ভব হচ্ছে', ১০০ কোটি টিকাকরণের গণ্ডি পার করায় প্রতিক্রিয়া দিলীপের
দিলীপ বলেন, নরেন্দ্র মোদির মতো নেতা আজকে দেশে আছেন বলে সম্ভব হচ্ছে এবং যারা আজকে কাজের সঙ্গে যুক্ত আছে স্বাস্থ্য কর্মী, ডাক্তার যারা রিসার্চ করছেন সমস্ত মানুষ এরজন্য কৃতিত্বের প্রাপ্ত সবাইকে ধন্যবাদ দেওয়া উচিত।
মোদি সরকারের প্রশংসা করলেও, ভ্যাকসিন ইস্যুতে রাজ্যকে আক্রমণ করেন দিলীপ। বলেন, ভ্যাকসিন নিয়ে সারা দেশের মানুষ খুশি। আমি অন্যান্য রাজ্যেও গেলাম। দিল্লিতে আমি নিজে ভ্যাকসিন নিয়েছি। কোথাও কোনও ঝগড়া ঝাটি নেই। সাধারণ ভাবে মানুষ আসছেন এবং ভ্যাকসিন নিচ্ছেন। কিন্তু এখানে কোনও সিস্টেম নেই।
দিলীপের কটাক্ষ, মানুষকে ভ্যাকসিন নিতে গিয়ে লাঠি খেতে হচ্ছে, মারা যাচ্ছে। এর থেকে দুর্ভাগ্যের কি আছে। এই সরকারের কোনও যোগ্যতা নেই কোনও একটা কাজ ঠিক মতো করার। সারা দেশে একশো কোটি মানুষ যেখানে ভ্যাকসিন পেয়েছেন, সেখানে পশ্চিমবঙ্গে কে পাচ্ছেন আর কে পাচ্ছেন না, তা বোঝা যাচ্ছে না। গ্রামের দিকে তো পাচ্ছেই না লোকে। কলকাতা শহরে কিছু দেওয়া হচ্ছে তাও এখানে মানুষ জানতেই পারছেন না কোথায় কীভাবে পাবেন।
রাজ্যে ভ্যাকসিনের আকাল নিয়েও সরব হন দিলীপ। তাঁর দাবি, নিম্নমানের রাজনীতি করে এই রাজ্য প্রশাসন ভ্যাকসিনের অভাব রয়েছে বলে অজুহাত দিচ্ছে। তিনি বলেন, দেশে ১০০ কোটি টিকাকরণ হয়ে গেল। অথচ, এই রাজ্য সরকার বলছে, কেন্দ্র ভ্যাকসিন দেয় না। এর পেছনে যুক্তি কখনওই ছিল না। এগুলো হীনমন্যতা, অযোগ্যতা আর কেবল নিম্নমানের রাজনীতি ছাড়া কিছু নয়।