Medical College Kolkata: বকেয়া কোটি টাকার বিল, মেডিক্যাল কলেজের অর্থোপেডিক বিভাগে বাতিল অস্ত্রোপচার
Problem at Kolkata Medical College: কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার জানিয়েছেন, প্রায় দেড় মাস ধরে গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার বাতিল হয়েছে কি না, তা খোঁজ নিয়ে দেখতে হবে।
সন্দীপ সরকার, কলকাতা: সরঞ্জাম সরবরাহকারী দু’টি সংস্থার কোটি টাকার বেশি বিল বকেয়া। তারা বন্ধ করে দিয়েছে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ। সূত্রের দাবি, এর জেরে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগে প্রায় দেড় মাসে বাতিল হয়েছে একের পর এক গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস কর্তৃপক্ষের।
প্রায় দেড় মাস ধরে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগে একের পর এক গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার বাতিল হয়েছে বলে সূত্রের দাবি। এর জেরে চূড়ান্ত দুর্ভোগে পড়েছে দেড় বছরের শিশু থেকে ৫৬ বছরের ব্যক্তি।
কেন বাতিল অস্ত্রোপচার? সূত্রের খবর, প্রায় কোটি টাকার বিল বাকি থাকায় অর্থোপেডিক বিভাগে চিকিত্সা সরঞ্জাম দেওয়া বন্ধ করেছে দু’টি বেসরকারি সংস্থা। তার জেরে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে বাতিল হয়েছে একের পর এক অস্ত্রোপচার। এর ফলে চরম দুর্দশায় পড়েছেন রোগীরা। এবিপি আনন্দর হাতে এসেছে অর্থোপেডিক বিভাগের ওটি-র রেজিস্টারের ছবি। তাতে দেখা যাচ্ছে, অস্ত্রোপচার বাতিলের কারণ হিসেবে কোথাও লেখা রয়েছে, Unavoidable Circumstances. আবার কোথাও লেখা রয়েছে Non availability of Implants.
কিন্তু কেন দেখা দিল সমস্যা? হাসপাতাল সূত্রে খবর, যে দু’টি সংস্থা এই ধরনের সরঞ্জাম সরবরাহ করে, তাদের একটির বরাতের মেয়াদ ফুরিয়েছে ২০১৯-এ। অন্যটির ২০২০-তে। কিন্তু তারপর লকডাউন এবং করোনা পরিস্থিতিতে ওই দু’টি সংস্থাকে বলা হয়েছিল সরঞ্জাম সরবরাহ চালিয়ে যেতে। সেই মতো দু’টি সংস্থা সরবরাহ চালিয়ে যায়। এখন বকেয়া বিল জমা দেওয়ার পর টেন্ডার ছাড়া কোটি টাকার বেশি বিল মেটানো নিয়ে দেখা দিয়েছে সমস্যা।
উল্টোদিকে বকেয়া টাকা না পাওয়া পর্যন্ত সরঞ্জাম সরবরাহে নারাজ সংশ্লিষ্ট দু’টি সংস্থা। এ বিষয়ে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার জানিয়েছেন, ‘অর্থোপেডিক বিভাগে কিছুদিনের জন্য একটা সমস্যা হয়েছে। প্রায় দেড় মাস ধরে গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার বাতিল হয়েছে কি না, তা খোঁজ নিয়ে দেখতে হবে।’