Menaka Gandhi Vs CBI: মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদ শুরু সিবিআইয়ের
তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ‘দেশে-বিদেশে কোথায়, কটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট মেনকার? ভারতে ও বিদেশে মেনকা কি কোনও কোম্পানির সঙ্গে যুক্ত? কোনও ব্যবসায় কি যুক্ত অভিষেকের শ্যালিকা?’ জানতে মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লন্ডনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বলে দাবি সূত্রের।
![Menaka Gandhi Vs CBI: মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদ শুরু সিবিআইয়ের Abhishek Banerjee CBI Raid Meneka Gambhir grilled by CBI for further Investigation Menaka Gandhi Vs CBI: মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদ শুরু সিবিআইয়ের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/02/22/0727181ef2846ac9433191cfd8bb7440_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
প্রকাশ সিন্হা, কলকাতা: ‘মেনকা গম্ভীরকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ শুরু সিবিআইয়ের। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ‘দেশে-বিদেশে কোথায়, কটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট মেনকার? ভারতে ও বিদেশে মেনকা কি কোনও কোম্পানির সঙ্গে যুক্ত? কোনও ব্যবসায় কি যুক্ত অভিষেকের শ্যালিকা?’ জানতে মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লন্ডনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বলে দাবি সূত্রের।
এর আগে এদিন সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের বাড়িতে যায় সিবিআই। গতকালই মেনকার বাড়িতে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস দিয়ে এসেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
তবে আজ সিবিআই অফিসাররা ই এম বাইপাসের কাছে মেনকার বাড়িতে গেলে প্রায় ১৫ মিনিট তাঁদের গাড়িতেই বসে থাকতে হয়। আবাসনের নিরাপত্তারক্ষীরা জানান, সিবিআই অফিসাররা ভিতরে যেতে পারেন, তবে সাংবাদিকরা যেতে পারবেন না।
সিবিআই অফিসাররা গাড়ি থেকে নেমে এসে জানান, তাঁরা সাংবাদিকরা সঙ্গে আনেননি। শেষপর্যন্ত আবাসনের পাশের গেট দিয়ে পায়ে হেঁটে উমেশ কুমার সহ সিবিআই অফিসাররা ভিতরে যান। তাঁদের গাড়ি বাইরেই থাকে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)