Babul Supriyo Welcomes Shatrughan Sinha: 'বিজেপি ব্যবহার করেছে, অন্যায়ের শিকার হয়েছি', আসানসোলে শত্রুঘ্নর জন্য প্রচারে যেতে চান বাবুল
Babul Supriyo Welcomes Shatrughan Sinha: উপ নির্বাচনে তৃণমূলের দুই তারকা প্রার্থী নিয়ে বিজেপি-র তরফে ইতিমধ্যেই কটাক্ষ ছুড়ে দেওয়া হয়েছে।
কলকাতা: মন-প্রাণ দিয়ে বিজেপি-র (BJP) জন্য খেটেছিলেন। কিন্তু তাঁকে শুধু ব্যবহারই করা হয়েছে। বালিগঞ্জের প্রার্থী নির্বাচিত হয়ে সাবেক দলের বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন নব্য তৃণমূল (TMC) বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। তৃণমূলের লোকসভা প্রার্থী শত্রুঘ্ন সিনহার (Shatrughan Sinha) সঙ্গে নিজেকে এক আসনে বসিয়ে বাবুলের অভিযোগ, “আমাদের দু’জনকেই ব্যবহার করা হয়েছে।”
সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) মৃত্যুতে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র (Ballygunj Assembly Constituency) শূন্য পড়ে রয়েছে। উপনির্বাচনে (WB Assembly By Election) সেখানে বাবুলকে প্রার্থী ঘোষণা করে রবিবার সকলকে চমকে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার জন্য দলনেত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছেন বাবুল। এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “বালিগঞ্জের মতো কেন্দ্রে আমাকে প্রার্থী করেছেন দিদি। আমি সত্যিই কৃতজ্ঞ। ওঁর নির্দেশ মেনে বাংলার মানুষের জবন্য কাজ করব। এর থেকে ভাল কিছু হয় না।”
উপ নির্বাচনে তৃণমূলের দুই তারকা প্রার্থী নিয়ে বিজেপি-র তরফে ইতিমধ্যেই কটাক্ষ ছুড়ে দেওয়া হয়েছে। তাদের দাবি, নিজেদের দলে যোগ্য প্রার্থী নেই বলেই বাইরে থেকে লোক এনে দাঁড় করাতে হচ্ছে জোড়াফুল শিবিরকে। বাবুল, শত্রুঘ্ন, দু’জনই প্রাক্তন বিজেপি নেতা। তাই বিজেপি-র থেকে তৃণমূলকে প্রার্থী ধার করতে বচ্ছে বলেও মন্তব্য করেন রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার।
আরও পড়ুন: Sukanta Majumdar: 'ওঁরা কাকে প্রার্থী করবেন, তাঁদের দলগত বিষয়', মন্তব্য বিজেপি রাজ্য সভাপতির
কিন্তু বাবুলের সাফ বক্তব্য, “এ সবে কিছু যায় আসে না। যা বলছেন, বলছে দিন। শত্রুঘ্নকে যেখানেই যান, সেখানেই ভালবাসা পান। কিছু মানুষ রয়েছেন, এক স্টেশন ছেড়ে গেলে, কেউ চেনে না। আবার এমন অনেক মানুষ রয়েছেন, যাঁরা যেখানেই যান না কেন, বহিরাগত হিসেবে বিবেচিত হন না। শত্রুঘ্ন আসানসোল যাচ্ছেন। অত্যন্ত আনন্দের বিষয়।” বাবুল আরও বলেন, “শত্রুঘ্ন এবং আমি, আমাদের দু’জনের কাহিনীই এক। একটা দল পুরোপুরি ব্যবহার করেছে আমাদের। যা পেয়েছি ওই দল থেকে, তার থেকে অনেক বেশি দিয়েছি। তা সত্ত্বেও আমাদের সঙ্গে অন্যায় হয়েছে। আসানসোল এক জন বিশেষ মানুষকে পাচ্ছে। দিদির অনুপ্রেরণায়, শত্রুঘ্নর হাত ধরে ওখানে অনেক কাজ হবে।”
তবে বালিগঞ্জে প্রার্থী হলেও, চিরকালই আসানসোলের (Asansol Assembly Constituency) জন্য তাঁর মনে বিশেষ জায়গা থাকবে বলে জানিয়েছেন বাবুল। তাঁর কথায়, “আসানসোল চিরকাল আমার কাছে স্পেশাল ছিল, আছে থাকবে। দিদিকে ধন্যবাদ আমাদের সুযোগ দেওয়ার জন্য।” আসানসোবে শত্রুঘ্নর জন্য প্রচারেও যেতে প্রস্তুত বলে জানিয়েছেন বাবুল। এর পাশাপাশি বালিগঞ্জেও প্রচারের প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। সেই নিয়ে দেবাশিস কুমারের সঙ্গে কথা হয়েছে তাঁর। বালিগঞ্জেও 'খেলা হবে', বললেন বাবুল।