Bengal SIR Row: 'ঘর বাড়ি জ্বালিয়ে দেব, তোমাকে কেটে কুচি কুচি করব..' ! ভোটারের নাম কাটার আশঙ্কায় BLO-কে হুমকির অভিযোগ, গ্রেফতার তৃণমূলের BLA
Bengal SIR Row Sandeshkhali TMC BLA Arrested: BLO-কে হুমকি দেওয়ার অভিযোগ, অভিযুক্ত BLA-কে গ্রেফতার করেছে ন্যাজাট থানা

উত্তর ২৪ পরগনা : ভোটারের নাম কাটা যাওয়ার আশঙ্কায় BLO-কে হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের BLA-এর বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত BLA-কে গ্রেফতার করেছে ন্যাজাট থানা। বিজেপির অভিযোগের ভিত্তিতে, সন্দেশখালি ১ নম্বর ব্লকের তৃণমূলের BLA জামিরুল ইসলাম মোল্লাকে গ্রেফতার করেছে ন্যাজাট থানা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার সন্দেশখালির বয়ারমারী ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এলাকার BLO দীপক মাহাতোর অভিযোগ, তাঁকে ফোন করে হুমকি দেন জামিরুল ইসলাম মোল্লা। এই পঞ্চায়েতের ৩ নম্বর বুথের বাসিন্দা ওহেদ বক্স গাজি।স্থানীয় সূত্রে খবর, পরিবারের তিন সদস্য এনুমারেশন ফর্ম ফিলাপ করে জমা দেন BLO দীপক মাহাতোকে।
আরও পড়ুন, পরপর BLO-র মৃত্যু, দিকে দিকে অসুস্থ, TMC সাংসদের নিশানায় মুখ্য নির্বাচন কমিশনার
BLO-র দাবি, প্রমাণপত্র ঠিক না থাকায় প্রথমে তিনি পেন দিয়ে সেটি কেটে দেন। পরে নিজের ভুল বুঝতে পেরে BDO অফিস থেকে নুতন ফর্ম তাদেরকে দেন। ওহেদ বক্স গাজির অভিযোগ, তাঁর পরিবারের সদস্যদের বাংলাদেশি বলে ফর্ম কেটে দেন BLO। সন্দেশখালি বাসিন্দা ওহেদ বক্স গাজি বলেন, আমাদের ফর্ম দিয়ে, ফর্ম ফিলাপ করিয়েছে, বাংলাদেশি বলে আমাদের ফর্ম কেটে দিয়েছে। তিনটে নাতিকে ওই কথা বলে ফর্ম কেটে দিয়েছে। BLO দিয়েছে। (বলেছে) তোমরা বাংলাদেশি।ওহেদ বক্স গাজির ছেলে শফিকুল গাজি বলেন, আমাদের তিনটে ছেলের ফর্ম ফিলাপ করে কেটে দিয়েছে, আমরা দাদুরা বাস করছে এখানে ১০০ বছর ধরে, আমাদের বাংলাদেশি ঘোষণা করলে তো হবে না।
অভিযোগ, এই ঘটনার পরই BLO-কে হুমকি দেন তৃণমূলের BLA। ন্যাজ্যাট থানায় অভিযোগ দায়ের করেন BLO। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।বয়ারমারী ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর বুথ BLO দীপক মাহাতো বলেন, হুমকি দিয়ে বলেছিল তোমার ঘর বাড়ি জ্বালিয়ে দেব, তোমাকে কেটে কুচি কুচি করব। রাতের মধ্যে তোমার ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেব। আমি খুবই আতঙ্কে রয়েছি।এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপি সহ সভাপতি রাজেন্দ্রনাথ সাহা বলেন, এখানে কেউ ভারতীয় নেই, তারা আজকে BLO যাঁরা কাজ করছেন হুমকি দিচ্ছে, একটিও বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান তৃণমূলকে রাখতে দেব না। বিরোধীদের জবাব দিয়েছে তৃণমূল।
বয়ামারি ১ তৃণমূল অঞ্চল সভাপতি মিজানুর ডালি বলেন, আমাদের কাছে অভিযোগ আসে, (এক পরিবার) এসে অভিযোগ করে আমাদের ফর্ম কেটে দিয়েছে এবং তার কপি (আছে) (অভিযোগ) সেই পরিবারকে বলা হয়েছে তোমরা বাংলাদেশি। জামিরুল তৃণমূলের BLA-এর কাজ করছে, কী ফোনে বলেছে আমরা জানি না, যদি বলে থাকে অন্যায়।' SIR শুরু পর থেকে একের পর এক অনিয়মের অভিযোগ উঠেছে। এবার সেই অভিযোগ উঠল সন্দেশখালিতে।






















