Bhabanipur By-Poll 2021 : ডায়মন্ড হারবার রোডের একাংশ এখনও জলমগ্ন, জল ডিঙিয়েই ভোট দিতে যাচ্ছেন ভোটাররা
গতকাল রাত দুটো পর্যন্ত খিদিরপুরে জল নামানোতে তৎপরতা দেখা যায় ফিরহাদ হাকিমের।
আলিপুর : আলিপুর বডিগার্ড লাইন্সের পাশে ডায়মন্ড হারবার রোডের একাংশে এখনও জল জমে রয়েছে। তাই জল ডিঙিয়েই ওই এলাকার দুটি বুথে ভোট দিতে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। জমা জলের কারণে রাস্তার একদিক বন্ধ থাকায় সকালের ব্যস্ত সময়ে ওই এলাকায় যানজট তৈরি হয়। যদিও ফিরহাদ হাকিমের প্রতিক্রিয়া, ভোটারদের অসুবিধা হবে না, বুথের সামনে জল নামানো হয়েছে।
এদিকে আজ সকাল থেকে চেতলায় ৮২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বসে রয়েছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। গতকাল রাত দুটো পর্যন্ত খিদিরপুরে জল নামানোতে তাঁর তৎপরতা দেখা যায়। তিনি বলেন, "আর কোনও অসুবিধা নেই। ভোটাররা বেরোলেই সোজা ভোট দিতে যেতে পারবেন। কোনও রাস্তায় আর জল নেই। জমা জল দেখতে গতকাল পথে নেমেছিলেন ফিরহাদ। একবালপুরে পুরসভার প্রসূতি সদনে পুর কমিশনার বিনোদ কুমার-সহ পুর আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি।
কলকাতার জমা জল নিয়ে গতকালই সুর চড়িয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, "প্রশাসনের কোনও প্রস্তুতি থাকে না। পুলিশ শুধু মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তাঁর পরিবারকে সুরক্ষা দিতে ব্যস্ত। কালীঘাট চত্বরে সুরক্ষা দেওয়া কাজ। আর বাকি রইল জল জমা। লন্ডনের জায়গায় কলকাতা ভেনিস হয়ে গেছে। তিলোত্তমা কলকাতাকে জলোত্তমা কলকাতা বানিয়ে ফেলেছে।"
ভবানীপুরে আঁটোসাঁটো নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ। ভবানীপুরের বিভিন্ন বুথে, অলিগলিতে চলছে এরিয়া ডমিনেশন। দলে রয়েছেন ৫ জন জয়েন্ট সিপি, ১৪ জন ডেপুটি কমিশনার, ১৪ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ১০০ জন ট্রাফিক সার্জেন্ট। নিউ মার্কেট থানা এলাকার সদর স্ট্রিট। মহিলা জওয়ানদের নিয়ে এরিয়া ডমিনেশন চালাচ্ছে কলকাতা পুলিশ। নিউ মার্কেট থানা এলাকার সদর স্ট্রিট। মহিলা জওয়ানদের নিয়ে এরিয়া ডমিনেশন চালাচ্ছে কলকাতা পুলিশ। এদিকে সকাল ৯টা পর্যন্ত ভবানীপুরে ভোটদানের হার ৭.৫৭ শতাংশ। জঙ্গিপুরে ভোট পড়ল ১৭.৫১ শতাংশ। সকাল ৯টা পর্যন্ত সামশেরগঞ্জে ভোটদানের হার ১৬.৩২ শতাংশ।