(Source: ECI/ABP News/ABP Majha)
কাদাপাড়ায় বিজেপির পরিবর্তন রথ ভাঙচুর
এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
অর্ণিবাণ বিশ্বাস, কলকাতা: ভোটের দিন ঘোষণার দিনেই কাদাপাড়ায় বিজেপির পরিবর্তন রথ ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। এদিকে, কাদাপাড়ায় বিজেপির পরিবর্তন রথ ভাঙচুরের ঘটনায় তৃণমূলকে আক্রমণ করে ট্যুইট করলেন অমিত মালব্য।
গেরুয়া শিবিরের অভিযোগ, প্রচার সামগ্রী রাখার জন্য তাদের ভাড়া নেওয়া গুদামে গতকাল গভীর রাতে হামলা চালায় ১৫-২০ জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। ভাঙচুর করা হয় ট্যাবলো।
বাধা দেওয়ায় আক্রান্ত হন গুদামের নিরাপত্তা রক্ষী, রথ-গাড়ির চালক, খালাসি-সহ বেশ কয়েকজন। রথে থাকা এলইডি টিভি, ল্যাপটপও খোয়া গিয়েছে বলে বিজেপির অভিযোগ।
রাতেই ঘটনাস্থলে যান বিজেপি নেতা সব্যসাচী দত্ত। ফুলবাগান থানায় অভিযোগ দায়ের হয়। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
এদিকে ট্যুইটারে বিজেপির আইটি সেলের প্রধান তথা রাজ্যের বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য ট্যুইটারে তিনি লিখেছেন, কাদাপাড়ায় বিজেপির লক্ষ্য সোনার বাংলা রথে ভাঙচুর চালিয়েছে তৃণমূলের গুন্ডারা। এই নির্বাচন পরিচালনা কমিশনের পক্ষে কঠিন হতে চলেছে। কারণ রাজনৈতিক হিংসার সংস্কৃতি তৈরি করেছে তৃণমূল। বাংলার মানুষ এর জবাব দেবে।