West Bengal Assembly Election 2021: কাদাপাড়ায় BJP-র পরিবর্তন রথ ভাঙচুর, অভিযোগ TMC-র বিরুদ্ধে
ফুলবাগান থানা এলাকার কাদাপাড়া। সেই কাদাপাড়াতেই একটি গোডাউন বিজেপি কয়েকমাস ধরেন নিয়ে রেখেছে। সেখানে তাদের পরিবর্তন যাত্রা এবং লক্ষ্য সোনার বাংলায় ট্যাবলো সহ বিভিন্ন প্রচার পুস্তিকা ও প্রচার সামগ্রী রাখা হয়। শুক্রবার সেই গোডাউনে ঢুকেই একদল দুষ্কৃতী কার্যত তছনছ করল বিজেপির বিভিন্ন প্রচার অভিযানের গাড়িগুলি। পরিবর্তন যাত্রার কাঁচের জানলা ভাঙুচুর করা হয়েছে। অভিযোগ, রথের ভিতর ঢুকে একটি এলইডি, একটি ল্যাপটপ ও দুটি মোবাইল ফোনও চুরি করে নেওয়া হয়। সাড়ে ১১টা থেকে পোনে ১২টার মধ্যে দুষ্কৃতীরা এই গোডাউনে আসে। নিজেদের বিজেপি কর্মী বলে পরিচয় দিয়ে রথের ভিতরে ঢোকে। তারপর বিভিন্ন গাড়িতে ভাঙচুর চালায়। হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
![Manipur Chief Minister resigns: মণিপুরে লাগাতার হিংসা, ঘরে-বাইরে চাপের মুখে মুখ্যমন্ত্রীর ইস্তফা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/10/a415ad8002f708faa13fc71842e1250f1739169246428535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)