EM Bypass Deathbody: ইএম বাইপাসে বিজ্ঞাপনের হোর্ডিং থেকে ঝুলন্ত দেহ! খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
মেট্রোপলিটন মোড়ের কাছে বিজ্ঞাপনের হোর্ডিং-এ অজ্ঞাতপরিচয় ব্যক্তির গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত দেহটি আজ সকালে স্থানীয়দের নজরে আসে।
কলকাতা: সাতসকালে ইএম বাইপাসে (EM Bypass) বিজ্ঞাপনের হোর্ডিং থেকে ঝুলন্ত দেহ। মেট্রোপলিটন মোড়ের কাছে বিজ্ঞাপনের হোর্ডিং-এ অজ্ঞাতপরিচয় ব্যক্তির গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত দেহটি (Hanging Body) আজ সকালে স্থানীয়দের নজরে আসে। প্রগতি ময়দান থানার পুলিশ (Pragati maidan police station) এসে দেহ উদ্ধার করে। কীভাবে মৃত্যু, খতিয়ে দেখা হচ্ছে।
গত ১৫ নভেম্বর উল্টোডাঙায় অজ্ঞাতপরিচয় মহিলার রহস্যমৃত্যু হয়। সুলভ শৌচাগার থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ। এদিন সকালে শৌচাগারের মধ্যে দেহ পড়ে থাকতে দেখা যায় তাঁকে। পরে মানিকতলা থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। অসুস্থতা থেকে মৃত্যু, না কি অন্য কোনও কারণ রয়েছে খতিয়ে দেখতে শুরু করে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে।
অন্যদিকে ফের লুঠের উদ্দেশ্যে খুনের অভিযোগ। হুগলির চণ্ডীতলায় বাড়ি থেকে উদ্ধার হল ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ। গয়না-সহ মূল্যবান জিনিস লুঠ হয়েছে বলে অভিযোগ স্ত্রীর। কী কারণে খুন, খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। গড়িয়াহাটের কাঁকুলিয়া রোডে জোড়া খুন!
থিয়েটার রোডের অভিজাত আবাসনে, ৯১ বছরের মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। গত এক মাসের মধ্যে কলকাতায় একের পর এক খুনের ঘটনায়, উঠে এসেছে লুঠের তত্ত্ব। এবার লুঠে বাধা পেয়ে এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল হুগলির চণ্ডীতলায়। মঙ্গলবার বরিজহাটি পূর্বপাড়ায় নিজের বাড়িতে উদ্ধার হয় ৬৫ বছরের পরেশচন্দ্র দাসের গলা কাটা মৃতদেহ।
মৃতের স্ত্রী মিতা দাস নার্সিংহোমের নার্স। সোমবার নাইট ডিউটিতে গেছিলেন তিনি। রাতে বাড়িতে একাই ছিলেন গৃহকর্তা। সকালে ফিরে এসে স্বামীর রক্তাক্ত মৃতদেহ দেখতে পান স্ত্রী। লন্ডভন্ড ছিল ঘর। অভিযোগ, গয়না-সহ বেশকিছু মূল্যবান জিনিস লুঠ করা হয়েছে। হুগলি গ্রামীণের পুলিশ সুপার জানিয়েছে, প্রাথমিকভাবে এটি খুনের ঘটনা বলে মনে করছেন তাঁরা। খুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: পাশে পড়ে ব্যাগ, মোবাইল; রেল লাইন থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয়ের যুবকের দেহ