পাশে পড়ে ব্যাগ, মোবাইল; রেল লাইন থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয়ের যুবকের দেহ
ঘটনাটি ঘটেছে আজ সকালে নলহাটি চাতরা স্টেশনের মাঝের নলহাটি আদিবাসী পাড়া এলাকায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে (Rampurhat Medical college Hospital) পাঠানো হবে।
গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: রেললাইনের (Train Line) মাঝে অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্ধার হওয়া মৃতদেহে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পাশে মোবাইল-সহ বেশ কিছু জিনিস পড়ে ছিল। প্রাথমিকভাবে অনুমান ট্রেনে কাটা (Rail) পড়েই তার মৃত্যু হয়েছে। যদিও রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাটি ঘটেছে আজ সকালে নলহাটি চাতরা স্টেশনের মাঝের নলহাটি আদিবাসী পাড়া এলাকায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে (Rampurhat Medical college Hospital) পাঠানো হবে।
উল্লেখ্য আজ সকালে ইএম বাইপাসে (EM Bypass) বিজ্ঞাপনের হোর্ডিং থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। মেট্রোপলিটন মোড়ের কাছে বিজ্ঞাপনের হোর্ডিংয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত দেহটি আজ সকালে স্থানীয়দের নজরে আসে। প্রগতি ময়দান থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে।
গত ১৫ নভেম্বর উল্টোডাঙায় (Ultadanga) অজ্ঞাতপরিচয় মহিলার রহস্যমৃত্যু (Deadbody) হয়। সুলভ শৌচাগার থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ। এদিন সকালে শৌচাগারের মধ্যে দেহ পড়ে থাকতে দেখা যায় তাঁকে। পরে মানিকতলা থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। অসুস্থতা থেকে মৃত্যু, না কি অন্য কোনও কারণ রয়েছে খতিয়ে দেখতে শুরু করে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে।
অন্যদিকে ফের লুঠের উদ্দেশ্যে খুনের অভিযোগ। হুগলির চণ্ডীতলায় বাড়ি থেকে উদ্ধার হল ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ। গয়না-সহ মূল্যবান জিনিস লুঠ হয়েছে বলে অভিযোগ স্ত্রীর। কী কারণে খুন, খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। গড়িয়াহাটের কাঁকুলিয়া রোডে জোড়া খুন!
থিয়েটার রোডের অভিজাত আবাসনে, ৯১ বছরের মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। গত এক মাসের মধ্যে কলকাতায় একের পর এক খুনের ঘটনায়, উঠে এসেছে লুঠের তত্ত্ব। এবার লুঠে বাধা পেয়ে এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল হুগলির চণ্ডীতলায়। মঙ্গলবার বরিজহাটি পূর্বপাড়ায় নিজের বাড়িতে উদ্ধার হয় ৬৫ বছরের পরেশচন্দ্র দাসের গলা কাটা মৃতদেহ।