Calcutta HC on TET: ১৬ হাজার ৫০০ প্রাথমিক শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ হাইকোর্টের
নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের করে চাকরি প্রার্থীদের একাংশ
সৌভিক মজুমদার, কলকাতা: প্রাথমিকে শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ হাইকোর্টের। ১৬ হাজার ৫০০ শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ হাইকোর্টের। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের করে চাকরি প্রার্থীদের একাংশ। সেই প্রেক্ষিতেই এই নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।
গত ডিসেম্বরের শেষদিকে, ১৬ হাজার ৫০০ জন প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে বলে ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ঘোষণা পরই ১০ থেকে ১৭ জানুয়ারি চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ শুরু হয় রাজ্যজুড়ে।
যে সমস্ত প্রার্থীরা ২০১৪ সালের প্রাথমিক টেট উত্তীর্ণ এবং পরবর্তীতে প্রশিক্ষণ নেন, তাঁদের কাছে আবেদনপত্র চাওয়া হয়। পর্ষদ সূত্রে খবর, প্রায় ২৬ হাজার ৫০০ জন আবেদন করেন।
আরও পড়ুন:
এনসিটিই-র বিধি মেনে যাঁরা প্রশিক্ষিত, তাঁদের নথি যাচাই করা হয়। তারপর ইন্টারভিউ মারফৎ মেধা তালিকা প্রকাশিত হয়।
সাড়ে ১৬ হাজার শূন্য পদের মধ্যে ১৫ হাজার ২৮৪ জনের মেধা তালিকা প্রকাশ করা হয়। ফাঁকা রাখা হয় ১ হাজার ২১৬টি পদ।
যেসমস্ত চাকরিপ্রার্থীর নিয়োগের বিষয়টি আদালতের বিচারাধীন তাঁদের জন্য পদ ফাঁকা রাখা হয়।
এদিকে ৩১ জানুয়ারি আরও একটি টেট নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই পরীক্ষার ফলপ্রকাশ কবে হবে তা স্পষ্ট নয়।
Education Loan Information:
Calculate Education Loan EMI