Calcutta High Court : অন্যের ঘাড়ে চেপে ঘুরে না বেড়িয়ে অবস্থান স্পষ্ট করুন, নাহলে পদক্ষেপ, SSC-কে হুঁশিয়ারি আদালতের
Recruitment Scam : সম্প্রতি, সুপ্রিম কোর্ট (Supreme Court of India) থেকে হাইকোর্টে ফেরত এসেছে SSC-র নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা।
সৌভিক মজুমদার, কলকাতা : নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) SSC-র পেশ করা হলফনামায় সন্তুষ্ট নয় হাইকোর্ট। সোমবারের মধ্য়ে নতুন করে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ। নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে কমিশনকে, নাহলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, হুঁশিয়ারি হাইকোর্টের (Calcutta high Court)।
অন্যের ঘাড়ে চেপে ঘুরে না বেরিয়ে, নিজেদের অবস্থান স্পষ্ট করুক স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। নতুন করে কমিশনের সব বোর্ড সদস্যদের মিটিং করে নিজেদের অবস্থান নিতেই হবে। না হলে, প্রয়োজনীয় পদক্ষেপ নেবে আদালত। নিয়োগ দুর্নীতি মামলায় SSC-কে কার্যত এমনই হুঁশিয়ারি দিল কলকাতা হাইকোর্ট।
সম্প্রতি, সুপ্রিম কোর্ট (Supreme Court of India) থেকে হাইকোর্টে ফেরত এসেছে SSC-র নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা। ৫ তারিখ শুনানি চলাকালীন বিচারপতি দেবাংশু বসাক বলেছিলেন, কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে কেন ভিন্ন অবস্থান নিয়েছে স্কুল সার্ভিস কমিশন ? হাইকোর্টে কমিশন জানায়, তারা নিজেদের ক্ষমতাবলে অযোগ্যদের চাকরি বাতিল করছে। অপরদিকে সুপ্রিম কোর্টে কমিশন জানায়, তারা হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে চাকরি বাতিল করেছে।
এর প্রেক্ষিতে এক সপ্তাহের মধ্যে SSC-কে নিজেদের অবস্থান স্পষ্ট করার নির্দেশ দেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি শব্বার রশিদির ডিভিশন বেঞ্চ। বুধবার হাইকোর্টে হলফনামা পেশ করে কমিশন। সেখানে বলা হয়, কলকাতা হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে কমিশন চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল। সুপারিশ পত্র প্রত্যাহার করার আগে কোন বোর্ড মিটিং হয়নি।
এর প্রেক্ষিতে বিচারপতিরা বলেন, হলফনামা থেকে কমিশনের অবস্থান স্পষ্ট হচ্ছে না। সুপারিশপত্র প্রত্যাহারের ক্ষেত্রে কমিশনের অবস্থান কী ? আদালতের নির্দেশে চাকরি বাতিল ? নাকি নিজেরাই অনিয়ম খুঁজে পেয়ে তার প্রেক্ষিতে চাকরি বাতিল করেছে কমিশন ? কমিশনের আইনজীবী দাবি করেন, CBI তদন্ত শুরু করলে আমাদের বেশ কিছু নথি দেয়, আমরা আমাদের সার্ভারের সঙ্গে মিলিয়ে দেখে অনিয়ম খুঁজে পাই। তারপর আদালতের নির্দেশ মতো আমরা চাকরি বাতিল করি।
তখন বেঞ্চ পালটা জানতে চায়, অনিয়ম খুঁজে পাওয়ার পর আপনারা কী করলেন ? সেই সময় আপনাদের অবস্থান কী ছিল ? উত্তরে কমিশন জানায়, অনিয়ম খুঁজে পাওয়ার পর কোনও অবস্থান গ্রহণ করা হয়নি। আদালতের নির্দেশ মতো কাজ করা হয়েছে। তখন বেঞ্চ বলে, এখন স্বাধীনভাবে অবস্থান গ্রহণ করুন। আপনাদের নিজেদের অবস্থান গ্রহণ করতেই হবে। আদালত কেন নির্দেশ দেবে ? কোনও অনিয়ম হয়ে থাকলে আপনাদেরকেই সেটা ঠিক করতে হবে। আপনারা সেটা ঠিক করতে বাধ্য। কমিশন এটা বলতে পারে না যে, আদালত তাদের মাথায় বন্দুক রেখেছে এবং সেই কারণেই তারা চাকরি বাতিল করেছে।
যদি কোনও ব্যক্তির নাম মেধাতালিকা বা ওয়েটিং লিস্টে না থাকে তাহলে তিনি সুপারিশ পত্র বা নিয়োগপত্র পাওয়ার যোগ্যই নন। কমিশন যদি জানতে পারে, এমন ব্যক্তিরা চাকরি করছে, তাহলে তাকে তো নিজেদের অবস্থান গ্রহণ করতেই হবে। আদালতের নির্দেশের অপেক্ষা করলে হবে না। এরপরই, অবস্থান স্পষ্ট করে, ফের নতুন হলফনামা পেশের জন্য স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দেয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। সোমবারের মধ্য়ে SSC-কে নতুন হলফনামা পেশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
আরও পড়ুন- জলের ট্যাঙ্ক ভেঙে পড়ল প্ল্যাটফর্মে, মৃত্যু, জখম একাধিক
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।