দীর্ঘদিন বন্ধ ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যালের ক্যাথ ল্যাব, দুর্ভোগ রোগীদের
অভিযোগ, এই হাসপাতালে অ্যাঞ্জিওগ্রাম, অ্যাঞ্জিওপ্লাস্টি করা ও পেসমেকার বসানোর জন্য ব্যবহৃত ক্যাথ ল্যাব দীর্ঘদিন ধরে বন্ধ।
ঝিলম করঞ্জাই, কলকাতা: কোভিড পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে বন্ধ ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজের ক্যাথ ল্যাব। অভিযোগ, তার জেরে রোগী ও তাঁদের আত্মীয়দের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ নিয়ে হাসপাতালের প্রতিক্রিয়া মেলেনি। অভিযোগ উড়িয়ে স্বাস্থ্য অধিকর্তার দাবি, শুধু শনি ও রবিবার বন্ধ থাকে ক্যাথ ল্যাব।
ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ। শহরের অন্যতম এই সরকারি হাসপাতালে প্রতিদিন দূর-দূরান্ত থেকে চিকিৎসার জন্য আসেন রোগীরা। অভিযোগ উঠেছে , এই হাসপাতালে অ্যাঞ্জিওগ্রাম , অ্যাঞ্জিওপ্লাস্টি করা ও পেসমেকার বসানোর জন্য ব্যবহৃত ক্যাথ ল্যাব দীর্ঘদিন ধরে বন্ধ। কারণ , ক্যাথল্যাবের CCU ব্যবহার হচ্ছে কোভিড রোগীদের জন্য। যার জেরে রোগীদের পাশাপাশি, সমস্যায় পড়েছেন কার্ডিওলজির পড়ুয়ারাও।
মেডিক্যাল সার্ভিস সেন্টারের প্রতিনিধি কবিউল হক জানিয়েছেন, কোভিড শুরু হওয়ার পর থেকে এই ক্যাথ ল্যাবের ১০ বেডের আইসিইউ- কোভিড রোগীদের জন্য রূপান্তরিত হয়েছে।দেড় বছর ধরে অকেজো ক্যাথ ল্যাব। কার্ডিলজির সুপার স্পেশালিটি কোর্স পড়ানো হয়। সেই পড়ুয়ারা হাতে কলমে কাজ শিখতে পারছেন না। গরিব মানুষরাও ভুক্তভোগী হচ্ছেন।
করোনা সংক্রমণ আগের চেয়ে অনেকটাই নিয়ন্ত্রণে। এই পরিস্থিতিতে কেন বন্ধ ক্যাথ ল্যাব? এ নিয়ে প্রশ্ন করা হলেও, কোনও প্রতিক্রিয়া দিতে চাননি ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপ্যাল শ্যামাপদ পতি।
স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, ক্যাথ ল্যাব পুরোপুরি বন্ধ নয়। শনি ও রবিবার পরিষ্কার করার জন্য ল্যাব বন্ধ রাখা হয়। আগে সপ্তাহে ৫০-৬০টির মতো অ্যাঞ্জিওপ্লাস্টি ও অ্যাঞ্জিওগ্রাফি মিলিয়ে হত। বর্তমানে ১৫-২০টি হয়। ল্যাবের CCU বর্তমানে কোভিড সঙ্কটজনক রোগীদের জন্য ব্যবহার হচ্ছে। কোভিড পরিস্থিতি দেখে পুজোর পর CCU সম্পূর্ণভাবে ক্যাথ ল্যাবের রোগীদের জন্য ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: Howrah Flood: বানভাসি উদয়নারায়ণপুর, জলে পড়ে মৃত্যু শিশুর
আরও পড়ুন: Murshidabad: ময়ূরাক্ষীর জলে ভাসল কান্দির একাংশ, প্রশ্নের মুখে মাস্টার প্ল্যান