Coal Smuggling Case LIVE Updates: 'জিজ্ঞাসাবাদ পর্ব খুব ভালভাবে সম্পন্ন হয়েছে', দাবি অভিষেক-রুজিরার ঘনিষ্ঠমহল সূত্রের
‘সিবিআইয়ের সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। ‘সিবিআইয়ের সঙ্গে পূর্ণ সহযোগিতা করা হয়েছে। জিজ্ঞাসাবাদ পর্ব খুব ভালভাবে সম্পন্ন হয়েছে।' এমনই দাবি অভিষেক-রুজিরার ঘনিষ্ঠমহল সূত্রে

Background
কয়লাকাণ্ডের তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য আজ সিবিআইকে সময় দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়।
রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিস দিয়েছিল সিবিআই। সোমবার সকালে অভিষেকের স্ত্রীর উত্তর পৌঁছয় সিবিআইয়ের অফিসে। যেখানে যুব তৃণমূল সভাপতির স্ত্রী জানিয়েছেন, মঙ্গলবার গোয়েন্দারা তাঁর বাড়িতে আসতে পারেন।
রুজিরা বন্দ্যোপাধ্যায় চিঠিতে লিখেছেন, আমাকে কী কারণে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বা তদন্তের উদ্দেশ্য কী, তা আমি জানি না। তবে ২৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টা থেকে দুপুর ৩টের মধ্যে আপনারা সুবিধা মতো আমার বাড়িতে আসতে পারেন।
সিবিআই সূত্রে দাবি, আজ সকাল এগারোটা নাগাদই রুজিরার বাড়িতে যাবে তারা।
CBI Questions Rujira: জিজ্ঞাসাবাদ পর্ব খুব ভালভাবে সম্পন্ন হয়েছে, দাবি অভিষেক-রুজিরার ঘনিষ্ঠমহল সূত্রের
‘সিবিআইয়ের সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। ‘সিবিআইয়ের সঙ্গে পূর্ণ সহযোগিতা করা হয়েছে। জিজ্ঞাসাবাদ পর্ব খুব ভালভাবে সম্পন্ন হয়েছে।' এমনই দাবি অভিষেক-রুজিরার ঘনিষ্ঠমহল সূত্রে
Coal Smuggling Scam: রুজিরাকে সোয়া একঘণ্টা জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের
রুজিরাকে সোয়া একঘণ্টা জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। ব্যাঙ্ককের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত প্রশ্ন রুজিরাকে। বেশিরভাগ প্রশ্নের জবাব মেলেনি, দাবি সিবিআইয়ের। ‘আমি জানি না, এই বিষয়ে কিছু খবর নেই, এই বিষয়ে কিছু বলতে পারব না’, বেশিরভাগ প্রশ্নের জবাবে বলেন রুজিরা। জানিয়েছে সিবিআই সূত্র। ‘নিজাম প্যালেসে রুজিরার বয়ান নিয়ে পর্যালোচনা, পর্যালোচনার পরই পরবর্তী পদক্ষেপ’, দাবি সূত্রের। দেড়ঘণ্টা পর অভিষেকের বাড়ি থেকে বেরোয় সিবিআই






















