(Source: ECI/ABP News/ABP Majha)
Covid-19 : করোনায় আক্রান্ত ব্রিটেন ফেরত আরও ৪, নমুনা গেল জিনোমিক সিকোয়েন্সিংয়ের জন্য
Corona positive Update in state : এখনও পর্যন্ত রাজ্যে সাত জনের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট(Omicron Variant) পাওয়া গেছে....
কলকাতা : করোনায়(Corona Virus) আক্রান্ত ব্রিটেন (Britain) ফেরত আরও চারজন। কলকাতা বিমানবন্দরে(Kolkata Airport) করোনা পরীক্ষায় সংক্রমণ ধরা পড়েছে। আক্রান্তদের মধ্যে ২ জন পুরুষ, একজন মহিলা ও শিশু । এদের পাঠানো হয়েছে বেলেঘাটা আইডি-তে(Beleghata ID)। জিনোমিক সিকোয়েন্সিংয়ের জন্য কাল নমুনা পাঠানো হবে কল্যাণীতে। উল্লেখ্য, এখনও পর্যন্ত রাজ্যে সাত জনের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট(Omicron Variant) পাওয়া গেছে।
এদিকে আজ দেশে করোনায় (Corona) দৈনিক মৃত্যু (Daily Death Toll) ও আক্রান্তের (Daily Case)সংখ্যা কমেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Ministry Of Health & Family Welfare) রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৮৭ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজার ১৮৯। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৬২ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩৮৭।
আরও পড়ুন ; দেশে একদিনে কমল দৈনিক আক্রান্তের সংখ্যা, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৬২ জনের
দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭৯ হাজার ৬৮২ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৭ লক্ষ ৮৬ হাজার ৮০২। অন্যদিকে, দেশে ক্রমেই বাড়ছে ওমিক্রন-উদ্বেগ (Omicron)। ১৭টি রাজ্যে ছড়িয়েছে করোনার বিপজ্জনক ভ্যারিয়েন্ট (Variant)। এদিকে ৩ জানুয়ারি থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ শুরু হবে। গতকাল, জাতির উদ্দেশে ভাষণে এই ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আরও বলেন, সতর্কতামূলক ডোজ পাবেন ষাটোর্ধ্ব স্বাস্থ্যকর্মী ও করোনাযোদ্ধারা। ১০ জানুয়ারি থেকে চিকিৎসকদের পরামর্শের ভিত্তিতে ষাটোর্ধ্বদের জন্য করোনার প্রিকশন ডোজ চালু হবে।
রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department Corona Bulletin) শনিবারের বুলেটিন অনুযায়ী, সংক্রমণ ও মৃত্যুতে রাজ্যের মধ্যে শীর্ষে কলকাতা। ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ৫৫২ জন। আর এই সময়পর্বে মৃত্যু হয়েছে ৪ জনের। মারণ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় রাজ্যে প্রাণ হারানো ৪ জনের মধ্যে ৩ জনই কলকাতার। পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে করোনা সংক্রমিতের সংখ্যা ১৯৭ জন।