Covid19 Update: করোনা চিকিৎসার বিল ২০ লক্ষ টাকা, গাড়ি-গয়নার পর ফ্ল্যাট বিক্রির উদ্যোগ রোগীর পরিবারের
সল্টলেকের আমরি হাসপাতালে ২০ লক্ষ টাকা বিল হয়েছে বলেই দাবি করোনা আক্রান্তের পরিবারের।
কলকাতা: করোনা চিকিৎসার জন্য বিপুল অঙ্কের বিল। বেসরকারি হাসপাতালের সেই বিল মেটাতে গিয়ে বিক্রি করতে হয়েছে গয়না, গাড়ি। তাতেও খরচ জোগানো সম্ভব হয়নি। বিল মেটাতে এবার নিউটাউনের একটি ফ্ল্যাট বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে রোগীর পরিবারের তরফে। এমনটাই দাবি করেছেন করোনা আক্রান্তের পরিবার।
কোভিডে বেসরকারি হাসপাতালের চিকিৎসার খরচ জোগাতে প্রায় সর্বশ্রান্ত বাগুইআটির বাসিন্দা আকাশ গুপ্তের পরিবার। গত ১৬ মে থেকে করোনা আক্রান্ত হন আকাশ গুপ্ত। করোনা চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে বেড না পেয়ে প্রথমে তাঁকে ভর্তি করা হয় ডিভাইন হাসপাতালে। সেখানে ১২ দিন চিকিৎসাধীন ছিলেন বছর ৪২-এর আকাশ গুপ্ত। সেখানে বিল হয় সাড়ে কয়েক লক্ষ টাকা।
ডিভাইন হাসপাতালে ৪ লক্ষ টাকা বিল মেটানো হয়েছে। এরপর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আকাশ গুপ্ত ২৮ মে ভর্তি করা হয় সল্টলেকের আমরি হাসপাতালে। ২৮ মে থেকে ভেন্টিলেশনে ছিলেন ওই ব্যক্তি। গত সাত দিন ধরে রয়েছেন ‘একমো’ সাপোর্টে। সল্টলেকের আমরি হাসপাতালে ২০ লক্ষ টাকা বিল হয়েছে বলেই দাবি করোনা আক্রান্তের পরিবারের।
পরিবার জানাচ্ছেন এখনও বিপুল পরিমাণ টাকা বাকি। ধার-দেনাও হয়েছে আত্মীয়দের কাছে। বিল মেটাতে তাই শেষ সম্বল ওই ফ্ল্যাটটি। পরিবার সূত্রে খবর, ইতিমধ্যেই ফ্ল্যাট বিক্রির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ফ্ল্যাট বিক্রি বাবদ তিন লক্ষ টাকা অগ্রিম নেওয়া হয়েছে বলে জানিয়েছে পরিবার। অগ্রিম পাওয়া টাকা দিয়ে আপাতত খানিকটা বিল মেটানো হয়েছে বলেও জানিয়েছে আকাশবাবুর পরিবার।
তবে সমস্যার সমাধান এখনও হয়নি। রোগী কথা বলার মতো অবস্থায় নেই, পাশাপাশি তিনি নিজেই ফ্ল্যাটের মালিক হওয়ায় এখনও বিক্রির গোটা প্রক্রিয়াও সম্পূর্ণ করা যায়নি। সবমিলিয়ে চূড়ান্ত সমস্যায় পড়েছেন আকাশ গুপ্তের পরিবার। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, 'ভেন্টিলেশনে রেখে একজন করোনা রোগীর চিকিৎসার খরচ বিপুল। সেই মতোই বিল করা হয়েছে। এ ক্ষেত্রে কোনও অতিরিক্ত বিল করা হয়নি।'