Cow Smuggling Scam: গরু পাচারকাণ্ডে বিনয় মিশ্রর ভাই বিকাশকে ফের তলব সিবিআইয়ের
কয়লা পাচারকাণ্ডে চার কেন্দ্রীয় সংস্থার আধিকারিককে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হল নিজাম প্যালেসে
প্রকাশ সিনহা, কলকাতা: গরু পাচারকাণ্ডে বিনয় মিশ্রর ভাই বিকাশকে ফের তলব করল সিবিআই। আগামিকাল, বুধবার যুব তৃণমূল নেতার ভাইকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। কয়লা পাচারকাণ্ডে চার কেন্দ্রীয় সংস্থার আধিকারিককে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হল নিজাম প্যালেসে।
গরু-কয়লা পাচারকাণ্ডে তৎপরতা বাড়ালেও, এখনও পর্যন্ত রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিনয় মিশ্রের হদিশই পায়নি সিবিআই। দাদার খোঁজ পেতে বিনয়ের ভাই বিকাশ মিশ্রকে তিনবার নোটিস দেওয়া হলেও, তিনিও হাজিরা দেননি।
বুধবার বিকাশ মিশ্রকে নিজাম প্যালেসে হাজির হওয়ার জন্য চতুর্থবার নোটিস দিল সিবিআই । সিবিআই সূত্রে দাবি, আর্থিক লেনদেনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল যুব তৃণমূল নেতার ভাইয়ের। তদন্তকারীদের অনুমান, বিকাশ মিশ্র ভিন্ রাজ্যে গা ঢাকা দিয়েছেন।
দাদার মতো তিনি বিদেশে পালাতে পারেন এই আশঙ্কায় ইতিমধ্যেই বিকাশ মিশ্রর নামে লুক আউট নোটিসও জারি করেছে সিবিআই।
এদিকে কয়লা পাচারকাণ্ডের তদন্তে চার কেন্দ্রীয় সংস্থার ১২ জন আধিকারিককে এদিন তলব করে সিবিআই। ২০১৯-র ডিসেম্বরে বারাবনি স্টেশন চত্বর থেকে ১৮০০ টন কয়লা বাজেয়াপ্ত হয়।
অভিযোগ, বাজেয়াপ্ত করার পর বিপুল পরিমাণ কয়লার হদিশ মেলেনি। এই ঘটনায় বুধবার ইসিএল, রেল, আরপিএফ, ও সিআইএসএফ-এর তিনজন করে আধিকারিক নিজাম প্যালেসে হাজির হন।
সূত্রের দাবি, ওই সরকারি আধিকারিকদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।