Pamela Goswami Drugs Case: 'কোকেন সরবরাহ করতেন রাকেশ', জেরায় জানিয়েছেন পামেলা, দাবি পুলিশের
মাঝে একজন লিঙ্কম্যান রয়েছে বলে অনুমান পুলিশের, তার খোঁজে শুরু তল্লাশি
ময়ূখঠাকুর চক্রবর্তী, কলকাতা: বিজেপি নেত্রী পামেলা গোস্বামীকে মাদক সরবরাহ করতেন রাকেশ সিং? পুলিশের দাবি, পামেলাকে জেরায় মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য।
জেরায় পামেলা দাবি করেছেন, তাঁকে কোকেন সরবরাহ করতেন রাকেশ সিং। মাঝে একজন লিঙ্কম্যান রয়েছে বলে পুলিশের অনুমান। তার খোঁজ শুরু করেছে পুলিশ। পুলিশের দাবি, পামেলার দেওয়া তথ্যের ভিত্তিতেই বিজেপি নেতা রাকেশ সিংকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার মাদককাণ্ডে গ্রেফতার করা হয় বিজেপি নেতা রাকেশ সিং ও তাঁর সঙ্গী জিতেন্দ্র সিংকে। রাকেশ সিং দিল্লি যাওয়ার কথা বলায়, গতকাল বিমানবন্দরে হাজির ছিল পুলিশ।
পুলিশের দাবি, উড়ানে না গিয়ে, জাতীয় সড়ক ধরে ভুবনেশ্বর হয়ে দিল্লি যাওয়ার ছক কষেছিলেন রাকেশ সিং। গোপন সূত্রে খবর পেয়ে নাকা তল্লাশিতে পূর্ব বর্ধমানের গলসি থেকে বিজেপি নেতাকে গ্রেফতার করে পুলিশ।
রাতেই ধৃতদের আনা হল লালবাজারে। কোন ধারায় গ্রেফতার তা জানিয়ে, সকালে রাকেশের বাড়িতে গিয়ে নোটিস দেয় পুলিশ।
এর পাশাপাশি, কলকাতার বাড়িতে অভিযান চলাকালীন পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় রাকেশের দুই ছেলে শুভম ও সাহেব সিংকে।
কলকাতায় কোকেন-পাচারের অভিযোগে ধৃত, বিজেপির যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামীর মুখে গত ২০ ফেব্রুয়ারি কৈলাস বিজয়বর্গীয় ঘনিষ্ঠ বিজেপি নেতা রাকেশ সিংয়ের নাম উঠে আসে।
সেই ঘটনায় ইতিমধ্যে নিউ আলিপুর থানায় মামলা রুজু করে পুলিশ। সেই মামলাতেই মঙ্গলবার বিকেল চারটেয় লালবাজারের নারকোটিক্স বিভাগে হাজিরা হওয়ার জন্য রাকেশ সিংকে সিআরপিসি-র ১৬০ ধারা ও এনডিপিসি আইনের ৬৭ নম্বর ধারায় নোটিস দেয় পুলিশ।
কিন্তু দিল্লির বদলে রাকেশকে গ্রেফতার করা হয় পূর্ব বর্ধমানের গলসি থেকে।
এই ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, প্রতিহিংসা থেকেই গ্রেফতারি। পুলিশ নিজেদের কাজ করেছে, পাল্টা প্রতিক্রিয়ায় বলেন সৌগত রায়।