করোনা সংক্রমণের সিঁদুরে মেঘ, রাজ্যে দ্রুত ৪৯টি অক্সিজেন প্ল্যান্ট চালুর নির্দেশ স্বাস্থ্য দফতরের
র্দেশিকায় বলা হয়েছে, যে সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে(Medical college and Hospital) পিএসএ নির্মাণ সম্পূর্ণ ও পরিকাঠামো তৈরি আছে, সেখানে জরুরি ভিত্তিতে দ্রুত তা চালু করতে হবে।
কলকাতা: রাজ্যে ৪৯টি পিএসএ প্ল্যান্ট (PSA Plant) দ্রুত চালু করতে নির্দেশ জারি করল স্বাস্থ্য দফতর (WB Department Of health)। স্বাস্থ্য দফতরের বিশেষ সচিব ওয়াই আর রাওয়ের জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে, যে সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে(Medical college and Hospital) পিএসএ নির্মাণ সম্পূর্ণ ও পরিকাঠামো তৈরি আছে, সেখানে জরুরি ভিত্তিতে দ্রুত তা চালু করতে হবে।
পিএসএ প্ল্যান্টগুলির রক্ষণাবেক্ষণ ও তা চালু রাখতে ভারপ্রাপ্ত সংস্থাগুলিকে প্রাথমিকভাবে তিনমাসের জন্য জরুরি ভিত্তিতে নিয়োগের পরামর্শও দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। কলকাতা সহ গোটা রাজ্যে জুড়েই ফের বাড়ছে করোনা সংক্রমণ। তার প্রেক্ষিতেই জরুরি ভিত্তিতে এই নির্দেশিকা জারি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর।
গতকাল ফের কিছুটা চিন্তা বাড়িয়েছে রাজ্যের দৈনিক করোনা (Corona) সংক্রমণ। তা ফের ঊর্ধ্বমুখী। মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) প্রকাশিত বুলেটিন অনুযায়ী, ওই ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে মারণ ভাইরাসের কবলে পড়েছেন ৮১৯ জন। আর এই সময়পর্বে মৃত্যু হয়েছে ১৪ জনের। সোমবারের বুলেটিন অনুযায়ী, সংখ্যাটা ছিল ৭৮২। এ দিকে, তার আগের দিন করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছিল ৫ জনের। এই ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৮২৫ জন।
দীর্ঘ বছর দেড়েক বন্ধ থাকার পরে মঙ্গলবার থেকেই রাজ্যে ফের খুলেছে স্কুল-কলেজ। যাবতীয় করোনাবিধি মেনে জেলায় জেলায় খুলেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। আর স্কুল-কলেজ খোলার দিনেই ফের সংক্রমণের ঊর্ধ্বগতি কিছুটা চিন্তা বাড়িয়েছে। রাজ্যে দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা, মৃত্যুতে উঃ ২৪ পরগনা। কলকাতায় (Kolkata) একদিনে করোনায় ২৩১জন আক্রান্ত হয়েছে। ৪ জনের মৃত্যু হয়েছে। উঃ ২৪ পরগনায় ৫জনের মৃত্যু, ১২৯জন সংক্রমিত। চিন্তা রয়েছে হাওড়া ও হুগলি নিয়েও। গত ২৪ ঘণ্টায় হাওড়ায় নতুন করে করোনা সংক্রমিত ৭১ জন, হুগলিতে সংখ্যাটা ৭৮ জন। পূর্ব মেদিনীপুরে করোনায় ২ জনের মৃত্যু, ১১ জন সংক্রমিত।
দেশেও ফের ঊর্ধ্বমুখী দেশের করোনা-গ্রাফ। ৫২ শতাংশের বেশি বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা। দৈনিক সংক্রমণ বাড়ল ১৫ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১৯৭ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজার ৮৬৫। বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩০১ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১৯৭।
রাজ্যের পাশাপাশি দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৬৪ হাজার ১৫৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৪ লক্ষ ৬৬ হাজার ৫৯৮।