Weather Alert: এখনই রেহাই নেই, আজও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা কলকাতায়
এখনও জল জমে রয়েছে শহরের বহু এলাকায়...
কলকাতা: বৃষ্টির হাত থেকে শহরবাসীর এখনই রেহাই নেই। আজও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা কলকাতায়।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ ও আগামীকাল, কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার রাতেও কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বিভিন্ন এলাকায়। এখন বৃষ্টি থামলেও, জল-যন্ত্রণা অব্যাহত।
বুধবার রাতভর বৃষ্টির জেরে এখনও জল জমে রয়েছে বেহালা, খিদিরপুর, মোমিনপুর রোড, ইব্রাহিম রোড, বাবুবাজার এবং ঢাকুরিয়ার হালতুর কাছে বেশ কিছু জায়গায়।
তার ওপর বৃহস্পতিবার রাতে ফের হালকা থেকে মাঝারি বৃষ্টি বিভিন্ন এলাকায়। আবহাওয়া দফতর সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১০ টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত -- মানিকতলায় ৫৯, বীরপাড়ায় ৫৪, বেলগাছিয়ায় ৫৭, ধাপায় ৪৯, তপসিয়ায় ৩৮, উল্টোডাঙ্গায় ৫৩, পামারব্রীজে ৫৩, ঠনঠনিয়ায় ৫৪, বালিগঞ্জে ৪৫, মোমিনপুরে ৩৮, চেতলায় ৩২, কালীঘাটে ৪৫, কামডহড়িতে ৪৯, দত্ত বাগানে ৫৩, জিন্জিরা বাজারে ৪৫ ও বেহালায় ৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
কলকাতা পুরসভা সূত্রে খবর, সকাল ৯টা ২০ পর্যন্ত বন্ধ থাকবে লকগেট। সেই সময়ের মধ্যে বৃষ্টি হলে শহরে জল জমার সম্ভাবনা। কলকাতা পুরসভা সূত্রে জানানো হয়েছে, গঙ্গার পাশের লকগেটগুলি যখন বন্ধ থাকবে তখন যদি বৃষ্টি হয় তবে শহরে জল জমবে। লকগেট খোলার পর জল দ্রুত নেমে যাবে।
পূর্বাভাসে বলা হয়েছে, অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলিতে। বৃষ্টির কমলা সর্তকতা জারি করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমানে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। আগামীকাল বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। সেক্ষেত্রে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে।
শনিবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর ঘূর্ণাবর্ত এবং সাগর থেকে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে। বঙ্গে সক্রিয় রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু।
এই ত্রিফলায় বৃষ্টি হচ্ছে রাজ্যজুড়ে। আগামীকালও বৃষ্টি চলবে। রবিবার থেকে উন্নতি হবে আবহাওয়ার। এই পরিস্থিতিতে আজ ও কাল মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
এরমধ্যেই, শিয়ালদায় বৃষ্টিতে বাড়ি ভেঙে পড়ার ঘটনা সামনে এসেছে। শিয়ালদায় নূর মহম্মদ লেনে ভেঙে পড়ে বাড়ির একাংশ। কলকাতা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডের শিয়ালদা সুরেন্দ্রনাথ কলেজ এর কাছে নূর মোহাম্মদ লেনে বাড়ির একাংশ ভেঙে পড়েছে।
তিন তলা বাড়ির একাংশ ভেঙে পাশেরবাড়িতে পড়েছে। গভীর রাতে ভেঙে পড়ে এই বাড়ি তারপর পুলিশ ও প্রশাসন ঘটনাস্থলে যায়। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।