Fire Audit Update: সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজে জরুরি ভিত্তিতে ফায়ার অডিটের নির্দেশ
সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজে জরুরি ভিত্তিতে ফায়ার অডিটের নির্দেশ
কলকাতা: সরকারি হাসপাতাল (Government Hospital) ও মেডিক্যাল কলেজে (Medical College) জরুরি ভিত্তিতে ফায়ার অডিট (Fire Audit)। ফায়ার অডিটের নির্দেশ দিল স্বাস্থ্যভবন (Swastha Bhawan)। জেলার সমস্ত সরকারি হাসপাতালে ফায়ার সেফটি অডিটের (Fire Sefty Audit) নির্দেশ দেওয়া হয়েছে। পূর্ত দফতর ও দমকল বিভাগের সঙ্গে সমন্বয় রেখে ফায়ার অডিটের (Fire Audit) নির্দেশ।
গত শনিবার মহারাষ্ট্রের হাসপাতালে (Maharastra Hospital Fire Caes) আগুনে পুড়ে মৃত্যু হয় ১১ জনের। আইসিইউতে (ICU) আগুন লেগে ঝলসে মৃত্যু হয়েছিল ওই ১১ জন কোভিড রোগীর। এই ঘটনার পরেই সরকারি হাসপাতালে অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখার সিদ্ধান্ত।
উল্লেখ্য, শহরে একের পর এক অগ্নিকাণ্ডের জেরে নড়েচড়ে বসে দমকল দফতর। গত সেপ্টেম্বপ বেসরকারি সংস্থাকে দিয়ে ফায়ার অডিট (Fire Audit) করানোর সিদ্ধান্ত নিয়েছিল তারা।
শহরে একের পর এক বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর নড়েচড়ে বসে দমকল দফতর (fire brigade)। বেসরকারি সংস্থাকে দিয়ে ফায়ার অডিট (Fire Audit) করানোর সিদ্ধান্ত নিল তারা। দমকল সূত্রে দাবি, এই জায়গাগুলিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। ফায়ার লাইসেন্স বা অন্যান্য কাগজপত্র কোথাও মেলেনি।
এই প্রেক্ষিতে দমকল দফতরে উচ্চপর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেয়, গোটা রাজ্যে ফায়ার অডিট করাতে সাহায্য নেওয়া হবে বেসরকারি সংস্থার। কেন এই সিদ্ধান্ত? দমকল সূত্রে খবর, গোটা রাজ্যে দোকান, বাজার, শপিং মল, আবাসন, সহ বিভিন্ন জায়গায় ফায়ার অডিট (Fire Audit) করানোর ক্ষেত্রে কর্মীসংখ্যা সীমিত। তাই এজন্য বেসরকারি সংস্থার সাহায্য নেওয়া হবে।
সম্প্রতি বৈঠকে বসেন মন্ত্রী-সহ দমকলের আধিকারিকরা। সেই বৈঠকে বেসরকারি সংস্থাকে দিয়ে ফায়ার অডিট করানোর শর্ত বা খুঁটিনাটি নিয়ে আলোচনা হয়।