West Bengal Board of Primary Education: জাল নথি নিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগের কাউন্সেলিংয়ে যাওয়ার অভিযোগ, বাজেয়াপ্ত নথি
Primary Teacher Recruitment Counseling with Fake Documents: দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, সোমবার ১৩ জন চাকরিপ্রার্থী জাল নথি নিয়ে কাউন্সেলিংয়ের (Counseling) জন্য হাজির হন।
![West Bengal Board of Primary Education: জাল নথি নিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগের কাউন্সেলিংয়ে যাওয়ার অভিযোগ, বাজেয়াপ্ত নথি West Bengal Board of Primary Education Complaint of going to primary teacher recruitment counseling with fake documents West Bengal Board of Primary Education: জাল নথি নিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগের কাউন্সেলিংয়ে যাওয়ার অভিযোগ, বাজেয়াপ্ত নথি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/09/b32503ac6fdce8dc06ee71a5969b3158_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: জাল নথি নিয়ে প্রাথমিক শিক্ষক (Primary Teacher) নিয়োগের কাউন্সেলিংয়ে (Counseling) যাওয়ার অভিযোগ ১৩ জন চাকরি প্রার্থীর বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, সোমবার সকালে ১৩ জন চাকরিপ্রার্থী জাল নথি নিয়ে কাউন্সেলিংয়ের জন্য হাজির হন। সংসদের দাবি, যাচাই দেখা যায় এদিন নিয়োগের কোনও কাউন্সেলিংই নেই। একথা জানাতেই চাকরিপ্রার্থীরা সেখান থেকে চম্পট দেয়। চাকরিপ্রার্থীদের নথি (Documents) বাজেয়াপ্ত করেছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। আজ, মঙ্গলবার বিষয়টি পুলিশকে জানানো হবে বলে সূত্রের খবর।
প্রাথমিক শিক্ষা পর্ষদের (West Bengal Board of Primary Education) সভাপতি মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) বলেন, “নথি যাচাই করে দেখা যায় পুরোটাই একটা জালিয়াতি। জালিয়াতি চক্রের কাজ। জাল নথি নিয়ে চাকরিতে যোগ দেওয়ার চেষ্টা। দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি ওই কাগজ বাজেয়াপ্ত করেন। সংশ্লিষ্টদের ফোন নম্বর, নাম সবটাই রেকর্ড করেন।’’ লিপিবদ্ধ করে আজই প্রশাসনকে জমা দেওয়ার কথা জেলা সংসদ সভাপতির।
সল্টলেকের (Saltlake) সেক্টর ফাইভে (Sector V) এক বিমার এজেন্টেকে (Insurance Agent) খুনের ঘটনায় রহস্য দানা বেঁধেছে। গতকাল সন্ধেয় মহিষবাথানের উদয়নপল্লিতে একটি ফাঁকা বাড়ির উঠোনে নির্মলচন্দ্র মজুমদার (Nirmal Chandra Majumder) নামে ওই প্রৌঢ়ের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ (Saltlake Electronics Police Station) ওই ব্যক্তিকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন। তাঁর গলা ও শরীরের বিভিন্ন জায়গায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ সূত্রে দাবি, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সুজয় মণ্ডল (Sujoy Mondol) নামে এক যুবককে ওই বাড়ি থেকে ধারাল অস্ত্র (Arms) হাতে বেরোতে দেখা গেছে। ঘটনার পর থেকেই সুজয় পলাতক।
উদয়ন পল্লিতে বেশ কয়েকটি পরিবার ভাড়া থাকে। নিহত নির্মল চন্দ্র মজুমদারও সেখানেই ভাড়া থাকতেন। সেই ঘরের বাইরে এখনও দাগ রয়েছে রক্তের। স্থানীয় এক ব্যক্তি জানান, দেখতে পাই দরজা খোলা। নির্মল চন্দ্র মজুমদারের দেহ পড়ে রয়েছে। গলায় আঘাত আর রক্ত পড়ে ছিল। ইতিমধ্যেই খোঁজ শুরু করা হয়েছে। কেন খুন? আর্থিক লেনদেন না কি অন্য কোনও কারণে? ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: আবার কি বাড়ল দাম? আজ কলকাতায় পেট্রল-ডিজেল কত টাকা লিটার
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)