KMC Election 2021 : গেরুয়া শিবিরের সর্বকনিষ্ঠ প্রার্থী, শহরে 'উন্নয়নের আলো' জ্বালাতে তমসাতেই আস্থা বিজেপির
KMC Election 2021 : আশুতোষ কলেজ থেকে স্নাতক। রাজাবাজার সায়েন্স কলেজে পিএইচডি। এই বয়সেই বিজেপি যুব মোর্চার দক্ষিণ কলকাতার সভাপতি পদে দায়িত্ব সামলেছেন...
ঋত্বিক মণ্ডল, কলকাতা : রবিবার কলকাতা পুরসভার ভোট। প্রচারের জন্য হাতে সময় খুব কম। শেষ লগ্নেও লোকের বাড়ি বাড়ি গিয়ে কড়া নাড়ছেন ৮৪ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী তমসা চট্টোপাধ্যায়। রাজাবাজার সায়েন্স কলেজের ছাত্রী এবারই প্রথম ভোটের রাজনীতিতে পা রেখেছেন।
ডোরবেল বাজিয়ে কর্মীরা প্রার্থীর সঙ্গে প্রতিবেশীর পরিচয় করিয়ে দিচ্ছেন। তার পরেই চলছে প্রচার। একটা সুযোগ চাইছেন প্রার্থী। তাঁর নামের সঙ্গে জড়িয়ে নিবিড় আঁধার। কিন্তু তিনি জানেন, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। শহরে উন্নয়নের আলো জ্বালাতে তমসাতেই আস্থা রেখেছে বিজেপি।
কলকাতা পুরসভার ৮৪ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী তমসা চট্টোপাধ্যায়। এবার কলকাতার পুরভোটে গেরুয়া শিবিরের সর্ব কনিষ্ঠ প্রার্থী। তমসা বললেন, যিনি ছিলেন তিনি কোনও কাজ করেন না। অনুন্নয়নের পরেও মানুষ কেন রাখবে ? কত কাজের সুযোগ রয়েছে।
আশুতোষ কলেজ থেকে স্নাতক। রাজাবাজার সায়েন্স কলেজে পিএইচডি। এই বয়সেই বিজেপি যুব মোর্চার দক্ষিণ কলকাতার সভাপতি পদে দায়িত্ব সামলেছেন। সংগঠনের গণ্ডী ছেড়ে ভোটের রাজনীতিতে এই প্রথম।
তমসা বলেন, আমি যখন কলেজে ভর্তি হতে যাই, দেখি টাকা চাওয়া হচ্ছে। মনে হয়েছিল সিস্টেমটা পাল্টানো দরকার। আর এই সিস্টেমে ঢুকেই সেই বাজে সিস্টেমটাকে পাল্টাতে হবে। কেন সুস্থ রাজনৈতিক পরিবেশ থাকবে না ? আমি মানুষকে বারবার বলছি, একটা সুযোগ দিয়ে দেখুন।
৮৪ নম্বর ওয়ার্ডে লড়াই এবার চতুর্মুখী। গেরুয়া দলের প্রতিনিধি হিসেবে ছোট লালবাড়িতে প্রবেশ করতে পারবেন তমসা ? উত্তর লুকিয়ে ভবিষ্যতের গর্ভে।
প্রসঙ্গত, রবিবার কলকাতা পুরভোটে মোতায়েন থাকছে ২৩ হাজার পুলিশ। তার মধ্যে কলকাতা পুলিশ ১৮ হাজার। ৫ হাজার রাজ্য পুলিশ। এমনটাই কলকাতা পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যেই ভোটে বাহিনী মোতায়েনের প্রাথমিক পরিকল্পনা ছকে ফেলা হয়েছে। সূত্রের খবর, রাজ্য পুলিশের কর্মীরা শুক্রবারই চলে আসবে কলকাতায়।