(Source: ECI/ABP News/ABP Majha)
KMC Election 2021: পুরভোটের আগে রাজভবনে রাজ্যপাল-মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিব বৈঠক
KMC Election 2021: এদিন বিকেল ৫টায় মুখ্যসচিব (chief secretory)-স্বরাষ্ট্রসচিবের সঙ্গে রাজ্যপালের বৈঠক শুরু হয়। কেন মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবকে তলব? এখনও ধোঁয়াশা।
ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: সামনেই কলকাতা পুরভোটের আগে রাজভবনে মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিব। রাজ্যপালের তলবে রাজভবনে (rajbhaban) মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিব। এদিন বিকেল ৫টায় মুখ্যসচিব (chief secretory)-স্বরাষ্ট্রসচিবের সঙ্গে রাজ্যপালের বৈঠক শুরু হয়। কেন মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবকে তলব? এখনও ধোঁয়াশা।
এদিকে, রাজভবনে (rajbhaban) রাজ্যপালের (governor) সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর সঙ্গে দেখা করে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, ''দুর্যোগে কৃষিকাজে প্রচুর ক্ষতি হয়েছে। রাজ্যবাসীর সমস্যা নিয়ে উদাসীন রাজ্য সরকার। ক্ষতিগ্রস্ত কৃষকদের কথা তুলে ধরতে রাজ্যপালের কাছে এসেছি। রাজ্যে তিন জন কৃষক আত্মহত্যা করেছেন। মালদা, নকশালবাড়ি, পশ্চিম মেদিনীপুরে কৃষক আত্মহত্যা করেছেন। দামি গাড়ি চড়া কৃষক নেতাদের সঙ্গে বৈঠক করে রাজ্য সরকার। ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে সমস্যার কথা শুনতে পারে না। সারের কালোবাজারি রুখতে টাস্ক ফোর্স কী করেছে? ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য জরুরি ভিত্তিতে ক্ষতিপূরণ দিক রাজ্য।''
এবার কলকাতার পুরপ্রচারে (kmc election 2021) কাঁচা বাদাম। সোশ্য়াল সাইটে জনপ্রিয় কাঁচা বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরকে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটের প্রচারে বেরিয়ে পড়লেন অমল চক্রবর্তী। আর সেই সঙ্গে দু'কলি গান। রাস্তায় তৃণমূল প্রার্থীর সঙ্গে হাঁটতে হাঁটতে বাদামও বেচলেন। একইসঙ্গে সবার আবদারও রাখলেন। গেয়ে নিলেন গানটিও।
সোশ্যাল মিডিয়ার দৌলতে এই মুহূর্তে রীতিমতো ভাইরাল বীরভূম (birbhum) দুরাজপুরের ভুবন বাদ্যকরের এই গান। তাঁর কাঁচা বাদাম গান এখন বিশাল জনপ্রিয়। তাঁর বিজ্ঞাপনী সুর সবার থেকে আলাদা করেছে তাঁকে। তিনি দুবরাজপুরের (Durbrajpur) কাঁচাবাদাম (Peanut) বিক্রেতা ভুবন বাদ্যকর। সম্প্রতি ব্যবসায়ীর বাড়িতে যান দুবরাজপুরের বিজেপি বিধায়ক (BJP MLA)। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
ভাজা বাদাম নয়, রাস্তার মোড়ে দাঁড়িয়ে তিনি বিক্রি করেন কাঁচা বাদাম। এমনটা তো অনেকেই করেন। কিন্তু তাঁর বিজ্ঞাপনী সুর সবার থেকে আলাদা করে দিয়েছে তাঁকে। সোশাল মিডিয়ায় (Social Media) সাড়া ফেলেছে তাঁর নিজস্ব জিঙ্গল (Jingle)।