KMC Election Update : কলকাতা পুরভোটে কোনও স্থগিতাদেশ নয়, যত কম দফায় সম্ভব নির্বাচন করতে হবে, নির্দেশ আদালতের
Municipal Election Update : সব পুরসভার ভোট একসঙ্গে করার দাবিতে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়। সেইসব মামলাই একত্রে শুনানি হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।
কলকাতা : কলকাতা (KMC) পুরভোটে স্থগিতাদেশ নয়। যত দ্রুত এবং যত কম দফায় সম্ভব নির্বাচন (KMC Election)করতে হবে। রাজ্য এবং নির্বাচন কমিশনকে নির্দেশ হাইকোর্টের। বাকি পুরসভাগুলিতে কবে ভোট, তা রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশনকে আলোচনা করে ২৩ ডিসেম্বরের মধ্যে আদালতকে জানাতে নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের (Division Bench)। সব পুরসভার ভোট একসঙ্গে করার দাবিতে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়। সেইসব মামলার একত্রে শুনানি হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ভোট। তার আগে পুরভোট মামলার রায় ঘোষণা করল আদালত।
আজ কলকাতা হাইকোর্টে (Kolkata Highcourt) পুরভোট মামলার শুনানি হয়। আদালত নির্দেশ দেয় -
- কলকাতা পুরভোটে কোনও স্থগিতাদেশ নয়
- ‘যত দ্রুত সম্ভব এবং যত কম দফায় নির্বাচন করতে হবে’
- রাজ্য সরকার ও নির্বাচন কমিশনকে নির্দেশ আদালতের
- ‘২৩ ডিসেম্বরের মধ্যে বকেয়া পুর-নির্বাচনের নির্ঘণ্ট জানাতে হবে’
- রাজ্য ও নির্বাচন কমিশনকে আলোচনা করে জানানোর নির্দেশ
- আগামী ২৩ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি
সকাল সাড়ে ১০টায় রায় দেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সব পুরসভার ভোট একসঙ্গে করার দাবিতে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়। সেইসব মামলারই একত্রে শুনানি হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ভোট। তার আগে পুরভোট মামলায় এই নির্দেশ দিল আদালত।
অন্যদিকে, পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি নিয়ে বিজেপির মামলার শুনানি হবে আগামীকাল। জানাল বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ। পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সোমবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বিজেপি। সর্বোচ্চ আদালত এই মামলা কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দেওয়ার পর, মঙ্গলবার হাইকোর্টে নতুন করে শুরু হয়েছে আইনি লড়াই।
গতকাল কলকাতা পুরভোটে সব ভোটগ্রহণ কেন্দ্র ও স্ট্রং রুমে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দেয় হাইকোর্ট। আদালতের নির্দেশ মতো সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হবে বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি নিয়ে বিজেপির মামলার শুনানি হবে আগামীকাল। ১০০ শতাংশ ভোটগ্রহণ কেন্দ্রেই থাকবে CCTV।