Durga Puja Preparation: অরুণ পালের শিল্পভাবনায় সেজে উঠছে বাগুইআটি বন্ধুমহলের পুজো মণ্ডপ
Durga Puja Preparation: শিল্পী অরুণ পাল এবছর ফিরে আসছেন বাগুইআটির বন্ধুমহল ক্লাবে। একইসঙ্গে ফিরছে তাঁর সমস্ত সৃষ্টি, তাঁর কর্মশালা, সমস্ত কিছু।
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: শিল্পের যেমন মৃত্যু হয় না, ঠিক তেমনই শিল্পীরও মৃত্যু হয় না এমনটা বলাই যায়। অরুণ পাল এবছর ফিরে আসছেন বাগুইআটির বন্ধুমহল ক্লাবে। একইসঙ্গে ফিরছে তাঁর সমস্ত সৃষ্টি, তাঁর কর্মশালা, সমস্ত কিছু।
বাগুইআটি বন্ধুমহল ক্লাবের শিল্প ভাবনার দায়িত্বে রয়েছেন শিল্পী সম্রাট ভট্টাচার্য। তাঁর কথায়, 'আমার একটা আক্ষেপ রয়ে গেছে। আমারও ইচ্ছে ছিল অরুণ পালের সঙ্গে কাজ করার। কিন্তু সেই ইচ্ছেটা আমার পূরণ হয়নি। সেই আক্ষেপটাকেই পূরণ করার জন্য অরুণ পালকে আমি আমার কাছে নিয়ে এসেছি। আমার প্যান্ডেলে নিয়ে এসেছি। আমার ইনস্টলেশনের মাধ্যমে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি।'
বাগুইআটি বন্ধুমহলে এবার শিল্পী অরুণ পালের ভাবধারা, সৃষ্টিকেই তুলে ধরা হচ্ছে মণ্ডপসজ্জায়। প্রতিমার সাজসজ্জায়ও থাকছে চমক। করোনা আবহে এই বছর দ্বিতীয় পুজো। জনসাধারণের মধ্যে সতর্কতার বার্তা পৌঁছে দিতে উদ্যোগী পুজো উদ্যোক্তারাও। মা দুর্গাকে এবছর পরানো হবে সোনার মাস্ক। এক পুজো উদ্যোক্তার কথায়, 'মাকে সোনার মাস্ক পরিয়ে আমরা এই বার্তা দিতে চাইছি যে, মা নিজে যেমন মাস্ক পরেছেন তেমন আপনারা সকলেই মাস্ক পরুন। করোনার এই মহামারী থেকে নিজেকে সকলে মুক্ত রাখুন। এটাই আমাদের বার্তা।'
শিল্পী অরুণ পাল নেই, কিন্তু রয়েছে তাঁর শিল্প কর্ম। আর সেই শিল্পকর্মের নির্মাণ হবে বাগুইআটি বন্ধুমহলের মণ্ডপ জুড়ে।
দেখুন ভিডিও : Durga Puja Preparation: অরুণ পালের শিল্পভাবনায় সেজে উঠছে বাগুইআটি বন্ধুমহল
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, এই বছর ষষ্ঠী ১১ অক্টোবর, সোমবার সকাল ৬.২৩ মিনিট থেকে ৯.২৬ মিনিট মধ্যে ষষ্ঠ্যাদিকল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা সন্ধ্যায় দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস। সপ্তমী, ১২ অক্টোবর, মঙ্গলবার সকাল ৯.২৬ মিনিট মধ্যে সপ্তম্যাদিকল্পারম্ভ,নবপত্রিকা প্রবেশ ও স্থাপন, সপ্তমী বিহিত পূজা। মহাষ্টমী, ১৩ অক্টোবর, বুধবার সকাল ৮.২৮ মিনিট মধ্যে মহাষ্টম্যাদিকল্পারম্ভ, মহাষ্টমী বিহিত পূজা, বীরাষ্টমী ব্রত, মহাষ্টমীর ব্রতোপবাস সন্ধিপূজা আরম্ভ রাত্রি ১১.২৩ মিনিট, বলিদান রাত্রি ১১.৪৭ মিনিট, সমাপন রাত্রি ১২.১১ মিনিট। মহানবমী, ১৪ অক্টোবর, বৃহস্পতিবার সকাল ৯.২৬ মধ্যে মহানবম্যাদিকল্পারম্ভ, মহানবমী বিহিত পূজা, দেবীর নবরাত্রি ব্রত সমাপন হবে।
আরও পড়ুন: Durga Puja 2021 : বোধন, অঞ্জলি থেকে পুজো দেওয়ার সময়, দুই পঞ্জিকা অনুসারে সঠিক সময় জেনে নিন