Cancer Patient: ক্যানসার আক্রান্ত রোগীর চিকিৎসা নিয়ে অভিযোগ, একবালপুরের নার্সিংহোমে ভাঙচুর
গন্ডগোলের জেরে একবালপুরের (Ekbalpur) একটি নার্সিংহোমে ভাঙচুর। রিসেপশনিস্ট ও নার্সিংহোম কর্মীদের মারধরের অভিযোগ রোগীর ছেলের বিরুদ্ধে
![Cancer Patient: ক্যানসার আক্রান্ত রোগীর চিকিৎসা নিয়ে অভিযোগ, একবালপুরের নার্সিংহোমে ভাঙচুর Kolkata Ekbalpur Complaint about treatment of cancer patient, vandalism in nursing home Cancer Patient: ক্যানসার আক্রান্ত রোগীর চিকিৎসা নিয়ে অভিযোগ, একবালপুরের নার্সিংহোমে ভাঙচুর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/18/db5f49a4aa33d0ae948a4da4e18df73e_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ক্যানসার (Cancer) আক্রান্ত রোগীর ক্যাথিটার লাগানো নিয়ে গন্ডগোলের জেরে একবালপুরের (Ekbalpur) একটি নার্সিংহোমে ভাঙচুর। রিসেপশনিস্ট ও নার্সিংহোম কর্মীদের মারধরের অভিযোগ রোগীর ছেলে ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটে বুধবার সাড়ে ১০টা নাগাদ। রোগীর ছেলে-সহ ৫ জনকে গ্রেফতার করে একবালপুর থানার পুলিশ। যদিও পরে তাঁরা জামিন পেয়ে যান আলিপুর আদালতে।জানা গিয়েছে, ১৪ নভেম্বর নার্সিংহোমে ভর্তি হন এসএন ব্যানার্জি রোডের এক রোগী। নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি, রোগীর ক্যাথিটার লাগানোর পদ্ধতি নিয়ে চিকিৎসকের সঙ্গে গন্ডগোল হয় পরিবারের। তারপরই বাইরে থেকে লোক এনে রোগীর ছেলে নার্সিংহোমে ভাঙচুর করেন।
অন্যদিকে, স্বাস্থ্যসাথী কার্ড থাকলে, কোনওভাবেই রোগীকে ফেরানো যাবে না। চিকিৎসার দায়িত্ব নিতে হবে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালকেই। সোমবার বেসরকারি হাসপাতালের উদ্দেশে, এমনই কড়া বার্তা দিলেন রাজ্য স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান। স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও, কিছু বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে রোগীকে ভর্তি না নেওয়ার অভিযোগ উঠেছে। এই প্রেক্ষাপটে বেসরকারি হাসপাতালগুলিকে সতর্ক করলেন কমিশনের চেয়ারম্যান অসীম বন্দ্যোপাধ্যায়।
রাজ্য স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অসীম বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 'আমাদের কাছে এমন অভিযোগ আসছে। আমরা বলে দিতে চাই কোনওভাবেই রোগীকে ফেরানো যাবে না। এধরনের অভিযোগ এলে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালকেই দায়িত্ব নিতে হবে। দায় বর্তাবে বেসরকারি হাসপাতালের উপর'
সব বেড স্বাস্থ্যসাথীর আওতায় না আনার জন্য, রাজ্যের কাছে বারবার দাবি জানিয়েছে বেসরকারি হাসপাতালগুলি। এই নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান। রাজ্য স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অসীম বন্দ্যোপাধ্যায় বলেন, 'ওদের পক্ষে এত বেড সম্ভব নয়, ১০০ শতাংশ বেড করে দিতে গেলে বেসরকারি হাসপাতাল উঠে যাবে। সরকারের এটা রাজনৈতিক সিদ্ধান্ত, কত বেড থাকবে। কমিশনের কিছু করার নেই। '
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)