কলকাতাই দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ শহর, সুরক্ষিত মহিলারাও; বলছে কেন্দ্রীয় রিপোর্ট
দেশের মধ্যে সবচেয়ে নিরাপদতম মেট্রোশহর কলকাতা! ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা NCRB’র রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে।
কলকাতা: দেশের নিরাপদতম মেট্রোশহর কলকাতা। এমনই তথ্য উঠে এসেছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা NCRB’র রিপোর্টে। মহিলাদের বিরুদ্ধে হওয়া অপরাধের সংখ্যাতেও দিল্লি, মুম্বই, বেঙ্গালুরুর থেকে নিরাপদ কলকাতা।
দেশের মধ্যে সবচেয়ে নিরাপদতম মেট্রোশহর কলকাতা! ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা NCRB’র রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে। রিপোর্টে দেশের ১৯টি মেট্রো শহরের অপরাধের পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। গত তিন বছরে, কলকাতায় নিয়মিত হারে অপরাধের সংখ্যা নিম্নমুখী বলেও রিপোর্টে বলা হয়েছে।
NCRB’র তথ্য অনুযায়ী, ২০১৮ সালে, কলকাতায় নথিভুক্ত অপরাধের সংখ্যা ছিল ১৯ হাজার ৬৮২। ২০১৯ সালে, সেই সংখ্যাটা কমে হয় ১৭ হাজার ৩২৪। আর, গত বছর সেই সংখ্যাটা হয় ১৫ হাজার ৫১৭। NCRB’র পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালে প্রতি লক্ষ জনসংখ্যায় কলকাতায় মোট অপরাধের হার ১২৯ দশমিক ৫।
চেন্নাইয়ে ১ হাজার ৯৩৭ দশমিক ১। দিল্লিতে ১ হাজার ৬০৮ দশমিক ৬। বেঙ্গালুরুতে ৪০১ দশমিক ৯ এবং মুম্বইয়ে ৩১৮ দশমিক ৬। ২০২০ সালে কলকাতায় খুনের মামলা হয়েছে ৫৩টি। দিল্লিতে সেই সংখ্যা ৪৬১। বেঙ্গালুরুতে ১৭৯। চেন্নাই ১৫০। লখনঔ ৮১। মুম্বইতে ১৪৮ এবং সুরাতে ১১৬।
মহিলাদের বিরুদ্ধে হওয়া অপরাধের সংখ্যাতেও দিল্লি, মুম্বই, বেঙ্গালুরুর থেকে নিরাপদ কলকাতা। ২০২০ সালে কলকাতায় ধর্ষণের মামলা হয়েছে ১১টি। দিল্লিতে সংখ্যাটা ৯৬৭। জয়পুরে ৪০৯। মুম্বইতে ৩২২। ইন্দোরে সেই সংখ্যা ছিল ১২৮। ২০২০ সালে কলকাতায় ৩৭টি যৌন হেনস্থার মামলা হয়েছে। দিল্লিতে সংখ্যাটা ৩২২। মুম্বইতে ২৬৭। বেঙ্গালুরুতে ১০৩। আমদাবাদে ৮৭।
পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছে, বিজেপি শাসিত রাজ্যে অপরাধের সংখ্যা বেশি। কলকাতা অনেক নিরাপদ। ভোট পরবর্তী সন্ত্রাসের কথা বলে সেটা ঠিক নয়। তৃণমূল-বিজেপি দু’দলকেই কটাক্ষ করেছে সিপিএম। সব মিলিয়ে NCRB’র রিপোর্ট নিয়ে তুঙ্গে উঠেছে তরজা।