Madan Mitra Song: জন্মদিনে জোড়াসাঁকোয় রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম প্রকাশ মদন মিত্রের
Madan Mitra Song: অ্যালবামে তাঁর একটিই গান। রবি ঠাকুরের স্মৃতিবিজড়িত বাড়ির প্রাঙ্গনে দাঁড়িয়েই রবীন্দ্রসঙ্গীত গান কামারহাটির (kamarhati) তৃণমূল বিধায়ক।
সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: জন্মদিনে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে, রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম প্রকাশ করলেন মদন মিত্র (madan mitra)। অ্যালবামে তাঁর একটিই গান। রবি ঠাকুরের স্মৃতিবিজড়িত বাড়ির প্রাঙ্গনে দাঁড়িয়েই রবীন্দ্রসঙ্গীত গান কামারহাটির (kamarhati) তৃণমূল বিধায়ক।
রবীন্দ্রনাথ ঠাকুরের ভিটেয়, নিজের গাওয়া রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম প্রকাশ করলেন মদন মিত্র। শুক্রবার ছিল মদন মিত্রর জন্মদিন। সেই উপলক্ষ্যে নিজের গাওয়া রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম প্রকাশ করতে কামারহাটির তৃণমূল বিধায়ক পৌঁছে যান জোড়াসাঁকোয়।
মদন মিত্র মানেই বঙ্গ রাজনীতির রঙিন চরিত্র। খোদ মমতা বন্দোপাধ্যায় পর্যন্ত তাঁকে কালারফুল সার্টিফিকেট দিয়েছেন। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''মদন একটু কালারফুল ছেলে। মাঝে মাঝে বেশি কালারফুল হয়ে যায়।''
বিধানসভা ভোটের আগে সোশাল মিডিয়ায় ঝড় তুলেছিল মদন মিত্রর গাওয়া ওহ লাভলি। দুর্গাপুজোর আগে আবার ধুতি-পাঞ্জাবি পরে, তানপুরা হাতে তিনি হাজির হন নতুন অবতারে। মদন মিত্র মানেই চমক! মদন মিত্রর সঙ্গীতপ্রীতি দেখে, কিছুদিন আগে, মধ্যমগ্রামের সভা থেকে তাঁকে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলনেত্রী আরও বলেছিলেন, ''তুমি অন্য কিছু গাইছ না তো, রবীন্দ্রসংগীত ছাড়া?'' তখন মদন বলেছিলেন, ''আমি এখন স্রেফ রবীন্দ্রসংগীত নিয়েই আছি।'' মুখ্যমন্ত্রী তখন বলেন, ''ওকে, ঠিক আছে।''
এরপরই মদন মিত্র দক্ষিণ কলকাতার স্টুডিওয় পৌঁছে যান রবীন্দ্রসঙ্গীত রেকর্ড করতে। এবার জন্মদিনে রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম প্রকাশ করতে তিনি পৌঁছে গেলেন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে।
বুধবার উঠেছিলেন বাসে। বৃহস্পতিবার লঞ্চে সওয়ার হয়েছিলেন মদন মিত্র (Madan Mitra)। বিধানসভা ভোটের আগে তাঁর গঙ্গা সফর রাজ্য-রাজনীতিতে ঝড় তুলেছি। সেবার মদন মিত্রের সঙ্গী ছিলেন রুপোলি পর্দার অভিনত্রীরা। যাঁরা তখন বিজেপির (BJP) প্রার্থীও ছিলেন। বৃহস্পতিবার অবশ্য মদন মিত্রের জল সফর ছিল নিতান্তই রুটিন কাজ। সপ্তাহখানেক আগে রাজ্য় পরিবহন নিগমের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন মদন মিত্র। যাত্রীদের সুবিধা-অসুবিধার কথা জানতে বৃহস্পতিবার দুপুরে মিলেনিয়াম পার্কের ফেরিঘাট থেকে হাওড়া পর্যন্ত লঞ্চে সফর করেন তিনি।
আরও পড়ুন: আতঙ্কের অপর নাম মৌমাছি! দুর্গাপুরে মৌমাছির কামড়ে আক্রান্ত একাধিক