(Source: ECI/ABP News/ABP Majha)
Newtown: গাছে ঝুলছে পচা-গলা কঙ্কালসার দেহ! নিউটাউনে ব্যাপক চাঞ্চল্য
ফাঁকা জমি থেকে উদ্ধার হয় এক ব্যক্তির ঝুলন্ত দেহ। পচে গলে যাওয়া সেই দেহ দেখেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
রঞ্জিৎ সাউ, কলকাতা: ঠিক যেন শিউরে ওঠার মতো ঘটনা! আচমকা চোখ পড়লে শিরদাঁড়া দিয়ে নামতে পারে ঠাণ্ডা স্রোত। নিউটাউনের শিকল মোড়ের কাছে অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঝুলন্ত পচা-গলা দেহ দেখে এমনই প্রতিক্রিয়া হয়েছে একাধিক বাসিন্দার।
শনিবার বিকেলে নিউ-টাউন-ইকো-পার্ক থানার অন্তর্গত শিকল মোড়ের কাছে একটি পাঁচিল দেওয়া ফাঁকা জমি থেকে উদ্ধার হয় এক ব্যক্তির ঝুলন্ত দেহ। পচে গলে যাওয়া সেই দেহ দেখেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, শনিবার এলাকার কিছু যুবক মাছ ধরতে যায় ওই এলাকায়। সেই সময় তারা ওই পাঁচিল দেওয়া ফাঁকা জমিতে একটি গাছে পচা-গলা কঙ্কালসার ঝুলন্ত দেহ দেখতে পায়।
এরপরই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। একটি নির্জন জায়গায় কীভাবে এই দেহ এল তা নিয়ে ব্যাপক চর্চাও শুরু হয়। খবর দেওয়া হয় ইকোপার্ক থানায়। এরপর খবর পেয়েই ইকো পার্ক থানার পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে। এই কঙ্কালটি কোনও পুরুষ না মহিলা তা দেখে বোঝার উপায় ছিল না। পুলিশ কঙ্কালটিকে বিধান নগর মহকুমা হাসপাতালে পাঠায়।
এটা খুন না নিছক দুর্ঘটনা সেই তদন্ত শুরু করছে ইকোপার্ক থানার পুলিশ। এই গোটা ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে নিউটাউনে। সূত্রের খবর, কোনও দেহ দীর্ঘদিন ধরে ঝুলে থাকলে যে চেহারা হয়ে থাকে, তেমনটাই ছিল। কিন্তু দৃশ্যর ভয়াবহতা এমনই যে, ওই দেহের সামনে পর্যন্ত কেউই যেতে সাহস পায়নি। কিন্তু এতদিন ধরে দেহ গাছে ঝুলে অথচ এলাকার কাকপক্ষীতেও টের পেল না, তা কীভাবে সম্ভব সেই প্রশ্নই উঠছে এবার।
যদিও পুলিশ সূত্রের খবর, ওই এলাকাটি এমনিতেই নির্জন। ঝোপে-ঝাড়ে ঢাকা ফাঁকা এই এলাকায় গাছে ঝুলে কেউ আত্মহত্যা করেছে না খুন করে দেহ এখানে ঝুলিয়ে দেওয়া হয়েছে পুলিশ সেই তদন্তই শুরু করেছে। তবে আগে মহিলা না পুরুষ ওই ব্যক্তি সেই পরীক্ষার রিপোর্টের উপর নির্ভর করেই তদন্ত এগোবে বলে জানান হয়েছে।