Phoolbagan: ছাদ থেকে বৃদ্ধার মরণঝাঁপ! চশমার খাপ থেকে উদ্ধার সুইসাইড নোট
চশমার খাপ থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে আত্মহত্যার কারণ উল্লেখ করা রয়েছে বলে জানান হয়েছে।
কলকাতা: এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হল মহানগর। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ফুলবাগান এলাকায়। চারতলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা এক বৃদ্ধার। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
জানা গিয়েছে, অবসরপ্রাপ্ত শিক্ষিকার ছেলে-মেয়ে থাকেন আমেরিকায়। পুলিশ সূত্রে খবর, ‘বৃদ্ধ বয়সে অসুস্থ হয়ে বিদেশে থাকা সন্তানদের বিব্রত করতে চান না’। চশমার খাপ থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে এমনটাই উল্লেখ করা রয়েছে বলে জানান হয়েছে।
অন্যদিকে, সোদপুরে মা-ছেলের ভয়াবহ মৃত্যু। মৃত্যুর আগে ২২ বছরের তরুণ ফোনে বন্ধুকে বলেছিলেন, আর বাঁচতে চান না। এর কিছুক্ষণের মধ্যেই ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ওই ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ও তাঁর মায়ের দেহ। সোদপুরে মা ও ছেলের রহস্যমৃত্যুতে নতুন মোড়। গতকাল কেয়ার মোড়ে এক আবাসনের একতলার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ৬৭ বছরের কামনা সিংহ ও তাঁর ছেলে দত্তাত্রেয়র ঝুলন্ত দেহ।
স্থানীয় সূত্রে খবর, ছেলেকে নিয়ে ওই ফ্ল্যাটে থাকতেন প্রৌঢ়া। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দত্তাত্রেয়র ফোন পেয়ে গতকাল সন্ধেয় এক বন্ধু ও এক বান্ধবী ফ্ল্যাটে এসে ডাকাডাকি শুরু করেন। সাড়া না পাওয়ায় প্রতিবেশীরা এসে দরজায় সজোরে ধাক্কা মারেন। দেখা যায়, মেঝেতে পড়ে রয়েছেন প্রৌঢ়া। পাশের ঘর থেকে উদ্ধার হয় তাঁর ছেলের ঝুলন্ত দেহ। মৃত্যুর নেপথ্যে কী কারণ? খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতদেহের ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।
এদিকে, নদিয়ায় তালা দেওয়া বাড়ির ভেতর থেকে উদ্ধার হল মাঝ বয়সী এক ব্যক্তির পচন ধরা ঝুলন্ত দেহ। ঘটনাটি নদিয়ার তাহেরপুর থানার খামার শিমুলিয়া গ্রামের। মৃত ব্যক্তির নাম অসিত সরকার। বয়স ৫২। তালা দেওয়া ঘরের সিঁড়ি ঘরের নালা থেকে রক্ত গড়িয়ে পড়তে থাকে, দেখতে পান এলাকার মানুষ। এছাড়া দুর্গন্ধও বের হতে থাকে ওই বাড়ি দিয়ে।