বছরের পর বছর বেতন বাড়েনি, একাধিক দাবিতে এসএসকেএমে বিক্ষোভ কর্মসূচি চুক্তি ভিত্তিক কর্মীদের
দাবিপূরণ না-হলে অবস্থান কর্মসূচি চালানোর হুঁশিয়ারিও দেন চুক্তিভিত্তিককর্মীরা
কলকাতা: বেতন বাড়ানো, স্থায়ীকরণ-সহ একাধিক দাবিতে গত কয়েকদিন ধরে এমার্জেন্সির সামনে চলছিল এসএসকেএম হাসপাতালের চুক্তি ভিত্তিক কর্মীদের অবস্থান কর্মসূচি। দাবি আদায়ে বুধবার হাসপাতালের মধ্যেই মিছিল করলেন চুক্তিভিত্তিক কর্মীরা। তাঁদের অভিযোগ, বছরের পর বছর কাজ করলেও, বেতন বাড়েনি। অধিকাংশেরই মাস মাইনে ১০ হাজারের নীচে। অবিলম্বে স্থায়ীকরণ, বেতন বাড়ানো-সহ বিভিন্ন পরিষেবার দাবি তোলেন তাঁরা। দাবিপূরণ না-হলে অবস্থান কর্মসূচি চালানোর হুঁশিয়ারিও দেন চুক্তিভিত্তিককর্মীরা।
এর আগে দফায় দফায় উত্তেজনা ছড়ায় আরজি কর মেডিক্যাল কলেজেও। গ্রুপ ডি কর্মীদের মারধরের অভিযোগ ওঠে নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে। প্রতিবাদে পথ অবরোধ করেন গ্রুপ ডি কর্মীরা। তাঁদের অভিযোগ, বিক্ষোভরত কর্মীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। বেশ কয়েকজন আহত হন। যদিও পুলিশের বক্তব্য, ধাক্কাধাক্কিতে জখম হয়েছেন তাঁরা।
নিরাপত্তারক্ষীদের সঙ্গে গ্রুপ ডি কর্মীদের অশান্তি। তার জেরে ধুন্ধুমার বাধে আরজি কর মেডিক্যাল কলেজে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ, গ্রুপ ডি কর্মীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। মহিলা কর্মীদের ধাক্কা দেওযা হয বলেও অভিযোগ। হাসপাতালের অস্থায়ী গ্রুপ ডি কর্মীদের অভিযোগ, তাঁদেরকে মারধর করেন নিরাপত্তারক্ষীরা। প্রতিবাদে আরজি করের সামনে পথ অবরোধ করেন গ্রুপ ডি কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসে পুলিশ। অভিযোগ, তখনই লাঠিচার্জে আহত হন বেশ কয়েক জন। শেষমেষ হাসপাতলের সুপারের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
উল্লেখ্য তারও আগে আরজিকর হাসপাতালে উত্তেজনা ছড়িয়েছিল। একাধিক দাবিদাওয়া নিয়ে গত ১১ অগাস্ট আর জি কর মেডিক্যাল কলেজে পড়ুয়াদের বিক্ষোভ শুরু হয়। অধ্যক্ষের সঙ্গে আলোচনার পরেও সমাধান সূত্র মেলেনি বলে দাবি করেন পড়ুয়ারা। যদিও এরপর তাঁদের কয়েকটি দাবি কর্তৃপক্ষ মেনে নিয়েছে। গতকাল রাতে হাসপাতালে যান তৃণমূল সাংসদ শান্তনু সেন। কথা বলেন বিক্ষোভরত পড়ুয়াদের সঙ্গে।
আরও পড়ুন: East Midnapore: নতুন বুথ কমিটি গঠন নিয়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল