Kolkata Weather Update : বছর শেষের আনন্দে কাঁটা বৃষ্টি ? নতুন বছরের শুরুতে কি শীতের কামব্যাক?
Kolkata Weather Update : বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারেও। বৃহস্পতিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে। কলকাতায় যখন পারদ ঊর্ধ্বমুখী, তখন বরফ দেখতে সান্দাকফুতে নেমেছে পর্যটকের ঢল।
সঞ্চয়ন মিত্র ও সনৎ ঝা, কলকাতা : সিকিমের নাথু লায় তীব্র তুষারপাত। আটকে পড়া এক হাজারেরও বেশি পর্যটককে উদ্ধার করল সেনাবাহিনী। অন্যদিকে, কলকাতায় ফের বাড়ল তাপমাত্রা। এরই মধ্যে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকূটি! আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে ২৮ ও ২৯ ডিসেম্বর দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে।
নতুন বছরের শুরুতে ফের নামবে তাপমাত্রার পারদ। আবহাওয়া দফতর সূত্রে খবর, ২৮ তারিখ অর্থাৎ মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। বুধবার তুলনায় বৃষ্টি বাড়বে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম-সহ আরও বেশ কয়েকটি জেলায়।
দিন | সর্বনিম্ন তাপমাত্রা | সর্বোচ্চ তাপমাত্রা | কেমন থাকবে আকাশ | |
---|---|---|---|---|
২৭- ডিসেম্বর | ১৬.0 | ২৬.০ | মেঘলা আকাশ , সকালের দিকে কুয়াশা | |
২৮-ডিসেম্বর | ১৭.0 | ২৭.০ | মেঘলা আকাশ , সকালের দিকে কুয়াশা | |
২৯- ডিসেম্বর | ১৭.০ | ২৭.০ | আংশিক মেঘলা আকাশ | |
৩০- ডিসেম্বর | ১৭.০ | ২৬.0 | মেঘলা আকাশ | |
৩১- ডিসেম্বর | ১৬.0 | ২৫.0 | আংশিক মেঘলা আকাশ | |
0১- জানুয়ারি | ১৬.0 | ২৬.0 | পরিষ্কার আকাশ | |
0২-জানুয়ারি | ১৫.0 | ১৩.0 | পরিষ্কার আকাশ |
- বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারেও। বৃহস্পতিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে।
- এদিকে, কলকাতায় যখন পারদ ঊর্ধ্বমুখী, তখন বরফ দেখতে সান্দাকফুতে নেমেছে পর্যটকের ঢল।
- শনিবার থেকেই শুরু হয়েছে তুষারপাত।
- সিকিমের লাচেন ও ছাঙ্গুতেও শুরু হয়েছে স্নো ফল।
তুষারপাতের জেরে নাথুলায় আটকে পড়া ১ হাজার ২৭ জন পর্যটককে উদ্ধার করেছে ভারতীয় সেনা। তাঁদের বিভিন্ন সেনা ক্যাম্পে রাখা হয়েছে। আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত ছাঙ্গু ও ইয়ুমথাং যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন।