Lok Sabha Election 2024: "মানুষ ভোট দিতে পারলে ডায়মন্ডহারবারে হারবেন অভিষেক", চাঞ্চল্যকর দাবি শুভেন্দুর
Lok Sabha Election 2024: মানুষ যদি গণতান্ত্রিক ভাবে ভোট দিতে পারেন তাহলে ডায়মন্ডহারবারে হারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার এমনই চাঞ্চল্যকর দাবি করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কলকাতা: "মানুষ ভোট দিতে পারলে ডায়মন্ডহারবারে (Diamond Harbour) হারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।" বুধবার সন্ধ্যায় সাক্ষাৎকার দেওয়ার সময় এবিপি আনন্দের (ABP Ananda) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে-কে একথাই বললেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
এপ্রসঙ্গে তিনি বলেন, "ডায়মন্ডহারবারের মানুষ যদি ভোট দিতে পারেন, সমস্ত সনাতনী বুথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হার একদম নিশ্চিত। অভিজিৎ দাসকে নিয়েই চার তারিখে এখানে আপনাকে শো করতে হবে। আমি আপনাকে বলে গেলাম। তবে ওখানে ভোট করাতে হবে। কারণ ওখানে যেভাবে পুলিশ টর্চার করে তাতে ঠিকঠাক ভোট করানোটাই চ্যালেঞ্জ। পঞ্চায়েত ভোটের সময় আমি ওখানকার ৫২ জন বিজেপি নেতার প্রোটেকশন অর্ডার করিয়ে ছিলাম। তবে তাঁরা বাড়ি গেছিলেন। এবার ৩০ ও ৩১ তারিখে কী করবে আমি জানি না। মানুষ যদি গণতান্ত্রিক ভাবে ভোট দিতে পারে তাহলেই হবে। ওরা যদি এতই কাজ করে থাকতে পারে তাহলে ঘাটাল থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় ওরা মিথ্যা মামলা দিয়ে বিজেপি নেতাদের জেলে পাঠানোর চেষ্টা করেছে।"
২০১৪ সালের পরে তৃণমূলে সংগঠিত আকারে তোলাবাজির টাকা ঢুকেছে বলে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। বলেন, "২০১৪ সালের আগে অনুষ্ঠান অনুযায়ী মানুষের থেকে বিভিন্ন জিনিস চাওয়া হত। কিন্তু, ২০১৪ সালের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর বিনয় মিশ্র মিলে তৃণমূলের সিস্টেমটাই বদলে দিয়েছেন। যেন-তেন-প্রকারেণ টাকা আদায় এখন তৃণমূলের উদ্দেশ্য। এখন আইপ্যাক আর পুলিশ দিয়ে ভোট করানো হয়। বিধানসভায় নন্দীগ্রামে হারার পর মমতার নির্দেশেই আমার ভাড়াবাড়িতে পুলিশি অভিযান হয়েছিল। মিথ্যা মামলা করা হয়েছে।"
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এত জায়গায় প্রচার করতে গেলেও কেন ডায়মন্ডহারবারে গেলেন না তা নিয়ে প্রশ্ন করা হলে শুভেন্দু অধিকারী বলেন, "যে মানুষটা সুপ্রিম কোর্ট থেকে অর্ডার বের করে নিয়ে আসেন যে তাঁকে জুন মাসের ১০ তারিখ পর্যন্ত গ্রেফতার করতে করা যাবে না। তারপর ভোটে লড়তে নামেন তাঁর ওখানে প্রধানমন্ত্রী প্রচারে গেলে বেশি গুরুত্ব দেওয়া হয়ে যাবে। তার জন্য আমি প্রধানমন্ত্রীর শিষ্য আছি। শুক্রবারই আমতলা সভা করতে যাচ্ছি।"
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।