এক্সপ্লোর

Lok Sabha Election 2024: আজ ভোটযুদ্ধের শেষ দফা, মোদি-অভিষেক-সহ হেভিওয়েট প্রার্থী কারা ? বঙ্গের ৯-সহ দেশজুড়ে ৫৭ কেন্দ্রে লড়াই

Seventh and Final Phase Election 2024 : শেষ দফায় ভোট রয়েছে- বিহার, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গে।

কলকাতা : প্রায় দেড় মাসের ভোটযুদ্ধ এবার শেষ হতে চলেছে। আজ সপ্তম ও শেষ দফার লোকসভা ভোট (Lok Sabha Election 2024)। পশ্চিমবঙ্গের ৯টি আসন-সহ দেশজুড়ে মোট ৫৭টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। শেষ দফায় ৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে রয়েছে নির্বাচন। আগের ছয় দফায় ৪৮৬টি কেন্দ্রে ভোটপর্ব মিটিয়ে ফেলেছে কমিশন। শেষ দফায় ভোট রয়েছে- বিহার, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গে।

উল্লেখ্যযোগ্য প্রার্থী-

শেষ দফার সবথেকে চমকপ্রদ বিষয়- আজ ভাগ্য নির্ধারণ হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi)। কারণ, এই দফায় বারাণসী কেন্দ্রে রয়েছে ভোট। তাঁর মূল প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী অজয় রাই। এই কেন্দ্র থেকেই ২০১৪ ও ২০১৯ সালের ভোটে জয়লাভ করেছিলেন মোদি। তৃতীয় বারও তাঁর ক্ষমতায় প্রত্যাবর্তনের প্রত্যাশায় বিজেপি। অন্যদিকে, একসময় বিজেপি করতেন অজয় রাই। ২০১২ সালে তিনি কংগ্রেসে যোগদান করেন। 

এই দফায় ভাগ্য পরীক্ষা রয়েছে অভিনয় জগৎ থেকে সরাসরি ভোটের ময়দানে পা রাখা কঙ্গনা রানাওয়াতের। হিমাচল প্রদেশের মাণ্ডি কেন্দ্রে তাঁকে টিকিট দিয়েছে বিজেপি। তাঁর মূল প্রতিদ্বন্দ্বী রয়েছে- সেরাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহের ছেলে বিক্রমাদিত্য সিংহ। এই বীরভদ্র পরিবারের গড় হিসাবে পরিচিত মাণ্ডি। 

এই দফায় পশ্চিমবঙ্গ থেকে অন্যতম নজরকাড়া প্রার্থী রয়েছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর মূল প্রতিদ্বন্দ্বী রয়েছেন- সিপিএম প্রার্থী প্রতীক-উর রহমান ও বিজেপি প্রার্থী অভিজিৎ দাস।

ভাগ্য পরীক্ষায় আজ রয়েছেন অভিনেতা ও বিজেপি প্রার্থী রবি কিষেণও। তিনি উত্তরপ্রদেশের গোরক্ষপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০১৯ সালে তিনি সমাজবাদী পার্টির প্রার্থী রামভুয়াল নিশাদকে পরাস্ত করেছিলেন। 

অন্যদিকে, হিমাচলপ্রদেশের হামিরপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুরাগ ঠাকুর। তাঁর বাবার ইস্তফার পর ২০০৮ সালে প্রথমবার এখানকার সাংসদ নির্বাচিত হন তিনি। তারপর ওই আসন থেকেই তিনি ২০০৯, ২০১৪ ও ২০১৯ সালের ভোটে জয়ী হন।

পশ্চিমবঙ্গের কোন কোন আসনে ভোট রয়েছে-

আজ পশ্চিমবঙ্গের ৯টি আসনে ভোটগ্রহণ রয়েছে। কেন্দ্রগুলি হল- কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, বসিরহাট, বারাসাত ও দমদম। এই নয় আসনে ১২৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে এদিন। 

এই ১২৪ জন প্রার্থীর মধ্যে সবথেকে বেশি প্রার্থী রয়েছে কলকাতা দক্ষিণে, ১৭ জন। এরপর যাদবপুরে ১৬, কলকাতা উত্তর ও বসিরহাটে ১৫ জন করে প্রার্থী আছেন। দমদমে প্রার্থী রয়েছেন ১৪ জন, মথুরাপুর ও ডায়মন্ড হারবারে ১২ জন করে । সবথেকে কম প্রার্থী রয়েছে জয়নগরে, ১১ জন। ২০১৯ সালে এই ৯টি আসনেই জয়লাভ করেছিলেন তৃণমূল প্রার্থীরা। 

রাজ্যে ভোট-নিরাপত্তা

সপ্তম দফায় মোট ১৭ হাজার ৪৭০ বুথে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৩ হাজার ৭৪৮টি। মোট ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। শেষ দফার ভোটে কলকাতায় বাড়তি নজরদারি দেওয়া হবে। কলকাতার ৭২টি বহুতল থেকে নজরদারি চালাবে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। এই দফার ৯ কেন্দ্রে ১ হাজার ৯৫৮ কিউআরটি থাকবে। 

একনজরে কোথায় কত নিরাপত্তা মোতায়েন-

কলকাতা: ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৬০০ কিউআরটি।
 
বসিরহাট: ১৬০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কিউআরটি ১৭৫।

বারাসাত: ১৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কিউআরটি ৩৫১।

দমদম: ৮১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কিউআরটি ২০৪।

ডায়মন্ড হারবার: ১১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কিউআরটি ১৬৯।

মথুরাপুর: ১১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কিউআরটি ১৬৬।

জয়নগর: ১১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কিউআরটি ১৬৬।

ভোট পর্ব মেটার পরও রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী। ৬ জুন পর্যন্ত রাজ্যে থাকবে ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

রাজ্যের ৯ কেন্দ্রের মূল প্রার্থীরা-

কলকাতা উত্তর- সুদীপ বন্দ্যোপাধ্যায় (তৃণমূল), তাপস রায় (বিজেপি) ও প্রদীপ ভট্টাচার্য (কংগ্রেস) 

কলকাতা দক্ষিণ- মালা রায় (তৃণমূল), সায়রা শাহ হালিম (সিপিএম) ও দেবশ্রী চৌধুরী (বিজেপি)

যাদবপুর- সৃজন ভট্টাচার্য (সিপিএম), সায়নী ঘোষ (তৃণমূল) ও অনির্বাণ গঙ্গোপাধ্যায় (বিজেপি)

ডায়মন্ড হারবার- অভিষেক বন্দ্যোপাধ্যায় (তৃণমূল), প্রতীক-উর রহমান (সিপিএম) ও অভিজিৎ দাস (বিজেপি)

জয়নগর- অশোক কাণ্ডারি (বিজেপি), সমরেন্দ্রনাথ মণ্ডল (আরএসপি) ও প্রতিমা মণ্ডল (তৃণমূল)

মথুরাপুর- অশোক পুরকাইত (বিজেপি), শরৎ চন্দ্র হালদার (সিপিএম) ও বাপি হালদার (তৃণমূল)

বারাসাত- কাকলি ঘোষ দস্তিদার (তৃণমূল), সঞ্জীব চট্টোপাধ্যায় (ফরওয়ার্ড ব্লক) ও স্বপন মজুমদার (বিজেপি)

বসিরহাট- রেখা পাত্র (বিজেপি), নিরাপদ সর্দার (সিপিএম) ও শেখ নুরুল ইসলাম (তৃণমূল)

দমদম- সৌগত রায় (তৃণমূল), সুজন চক্রবর্তী (সিপিএম) ও শীলভদ্র দত্ত (বিজেপি)।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: বাংলায় পর পর জালে জঙ্গি, উদ্বেগ বাড়াচ্ছে কাঁটাতারহীন সীমান্ত
বাংলায় পর পর জালে জঙ্গি, উদ্বেগ বাড়াচ্ছে কাঁটাতারহীন সীমান্ত
HIDCO: সরলেন ফিরহাদ, এবার মুখ্যমন্ত্রীর অধীনে হিডকো
সরলেন ফিরহাদ, এবার মুখ্যমন্ত্রীর অধীনে হিডকো
WB Primary Semester System: বদলে যাচ্ছে খোলনলচে, এবার প্রাথমিকে পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের সিদ্ধান্ত
বদলে যাচ্ছে খোলনলচে, এবার প্রাথমিকে পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের সিদ্ধান্ত
Terrorist Arrest: অসম STF-এর অপারেশন 'প্রঘাত', ধুবড়ি থেকে গ্রেফতার এক জঙ্গি
অসম STF-এর অপারেশন 'প্রঘাত', ধুবড়ি থেকে গ্রেফতার এক জঙ্গি
Advertisement
ABP Premium

ভিডিও

India-Bangladesh Border: রাজ্যে ভারত-বাংলাদেশ সীমান্তের ৯৬৩ কিমি এলাকাতেই নেই কাঁটাতার।Militant News Update: পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদে তালহা সইদের সঙ্গে জাভেদের বৈঠকIndian Super League: ১১ জানুয়ারি যুবভারতীতে আইএসএলের ডার্বি ঘিরে জটিলতা | ABP Ananda LiveJob Seeker Protest News: হাইকোর্টে নির্দেশে বাতিল হয়েছে প্যানেল, অবস্থানে বসেছেন শিক্ষকরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: বাংলায় পর পর জালে জঙ্গি, উদ্বেগ বাড়াচ্ছে কাঁটাতারহীন সীমান্ত
বাংলায় পর পর জালে জঙ্গি, উদ্বেগ বাড়াচ্ছে কাঁটাতারহীন সীমান্ত
HIDCO: সরলেন ফিরহাদ, এবার মুখ্যমন্ত্রীর অধীনে হিডকো
সরলেন ফিরহাদ, এবার মুখ্যমন্ত্রীর অধীনে হিডকো
WB Primary Semester System: বদলে যাচ্ছে খোলনলচে, এবার প্রাথমিকে পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের সিদ্ধান্ত
বদলে যাচ্ছে খোলনলচে, এবার প্রাথমিকে পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের সিদ্ধান্ত
Terrorist Arrest: অসম STF-এর অপারেশন 'প্রঘাত', ধুবড়ি থেকে গ্রেফতার এক জঙ্গি
অসম STF-এর অপারেশন 'প্রঘাত', ধুবড়ি থেকে গ্রেফতার এক জঙ্গি
New Year Weather: বর্ষবরণের রাতে জাঁকিয়ে ঠান্ডা? নতুন বছরে শীতের দাপট, বড় আপডেট আবহাওয়ার
বর্ষবরণের রাতে জাঁকিয়ে ঠান্ডা? নতুন বছরে শীতের দাপট, বড় আপডেট আবহাওয়ার
Manmohan Singh CV : মিতভাষী বলে উপহাস করতেন নিন্দুকরা ! মনমোহন সিংহের সিভি দেখলে অবাক হবেন ?
মিতভাষী বলে উপহাস করতেন নিন্দুকরা ! মনমোহন সিংহের সিভি দেখলে অবাক হবেন ?
Gold Rate: বিয়ের জন্য সোনার গয়না গড়াবেন ভাবছেন ? আজ সোনা কিনলে সাশ্রয় হবে কি ? দেখুন রেটচার্ট
বিয়ের জন্য সোনার গয়না গড়াবেন ভাবছেন ? আজ সোনা কিনলে সাশ্রয় হবে কি ? দেখুন রেটচার্ট
Fraud Case: অভিষেকের নাম করে তোলাবাজির চেষ্টার অভিযোগ, পুলিশের জালে তিন
অভিষেকের নাম করে তোলাবাজির চেষ্টার অভিযোগ, পুলিশের জালে তিন
Embed widget