Malda News: রাজ্যে ২ লক্ষ টাকার জাল নোট উদ্ধার ! STF-র জালে দিল্লির বাসিন্দা
Malda Fake Note Rescue: বড়সড় আর্থিক প্রতারণার হাত থেকে বেঁচে গেল বাংলা..
করুণাময় সিংহ, মালদা: জাল নোট পাচার করতে গিয়ে গ্রেফতার দিল্লির বাসিন্দা। ফের মালদার কালিয়াচকে ২ লক্ষ টাকার জালনোট উদ্ধার। উদ্ধার করল এসটিসফ। ঘটনায় এসটিএফ-এর জালে ধরা পড়ল এক জালনোট পাচারকারী।
উদ্ধার জালনোট সহ ধৃত পাচারকারীকে তুলে দিল কালিয়াচক থানার পুলিশের হাতে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম আকাশ, বয়স ২৫ বছর। বাড়ি উত্তর দিল্লীর নারেলা এলাকায়। সে কালিয়াচকের বালিয়াডাঙ্গা চাতরা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় এসটিএফ বিশেষ সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশকে সঙ্গে নিয়ে চাতরা এলাকায় অভিযান চালিয়ে তাকে পাকড়াও করে। তল্লাশিতে ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় দুই লক্ষ টাকার জালনোট। ধৃত যুবক বিপুল অঙ্কের জালনোট কোথা থেকে পেল? কোথায় নিয়ে যাচ্ছিল? এই চক্রে আরও কেউ বা কারা জড়িত রয়েছে কিনা ইত্যাদি নানান বিষয় জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
গতবছরও কলকাতা থেকে লক্ষ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছিল। কলকাতা পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার হয়েছিল জাল নোট পাচারকারী চক্রের অন্যতম পাণ্ডা। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছিল ১২ লক্ষ টাকার জাল নোট। বাজেয়াপ্ত হওয়া নোটগুলি সবই ৫০০ টাকার।নারকেলডাঙা থানা এলাকা থেকে কলকাতা পুলিশের এসটিএফের জালে ধরা পড়েছিল মালদার বাসিন্দা আলফাজ শেখ। পুলিশ সূত্রে খবর এসেছিল মালদা থেকেই এই জাল নোটের কারবার চলত।। গ্রেফতার হওয়া মালদার বাসিন্দা বৈষ্ণবনগরের মোহনপুর গ্রামের বাসিন্দা। জাল নোটের ওই কারবারির কাছে বিপুল পরিমাণ নোট ছিল বলেই খবর পেয়েছিল কলকাতা পুলিশের এসটিএফ।
আরও পড়ুন, বাংলাদেশে এবার বাতিল হবে 'জয় বাংলা' স্লোগান !
অতীতে কলকাতা সংলগ্ন হাতিয়াড়ায় জাল নোট কারখানার হদিশ মিলেছিল। কলকাতা পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার হয়েছিল ২ জন। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে, সন্ধেয় টাকি হাউস বয়েজ স্কুলের কাছ থেকে চেঙ্গিস আলম ও আফজল আলি নামে ২ জনকে পাকড়াও করেছিল পুলিশ। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছিল ৭০ হাজার ৫০০ টাকার জাল নোট। চেঙ্গিজকে নিয়ে তল্লাশি চালিয়েছিল পুলিশ। ইকো পার্ক থানা এলাকার হাতিয়াড়ায় এই ভাড়াবাড়িতে জাল নোটের কারখানার হদিশ মেলে বলে তদন্তকারীদের দাবি ছিল। পুলিশ সূত্রে খবর, ভাড়াবাড়ি থেকে উদ্ধার হয়েছিল জাল নোট তৈরির সরঞ্জাম। কাগজের বান্ডিল থেকে শুরু করে রং, রাসায়নিক, কাঠের ফ্রেম, প্রিন্টার, কী নেই সেখানে। এই সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করেছিল পুলিশ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।