Mamata Leg Injury: জেড প্লাস নিরাপত্তা পান মুখ্যমন্ত্রী, কেমন হয় সেই সুরক্ষা বলয়?
নানা মহলে প্রশ্ন উঠছে, জেড প্লাস নিরাপত্তা বলয় ভেঙে কীভাবে মুখ্যমন্ত্রীর কাছাকাছি চলে এলেন ৪-৫ জন? তখন কোথায় ছিলেন তাঁর নিরাপত্তা রক্ষীরা? যাবতীয় বিষয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।

আশাবুল হোসেন, বিটন চক্রবর্তী ও ঋত্বিক প্রধান: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেড প্লাস নিরাপত্তা পান। তা সত্বেও, নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর সামনে ৪-৫ জন কীভাবে চলে এলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।
এবার একনজরে দেখে নেওয়া যাক, মুখ্যমন্ত্রীর জেড প্লাস ক্যাটিগরির নিরাপত্তা বলয়ের কাঠামো ঠিক কেমন--
পুলিশ সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর কনভয়ে মোট ১৮ টি গাড়ি থাকে। মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে চারটি পাইলট কার থাকে বিভিন্ন স্তরের নিরাপত্তা সুনিশ্চিত করতে।
পুলিশ সূত্রে খবর--
- কনভয়ের প্রথমে থাকে ‘অ্যাডভান্স সুপিরিয়র অফিসার্স মোবাইল’। ওই গাড়িতে ন্যূনতম ডিএসপি পদমর্যাদার অফিসার থাকেন।
- এরপর ‘অ্যাডভান্স পাইলট’ কার। মুখ্যমন্ত্রী যে জেলায় যান, সেই জেলা পুলিশের একজন অফিসার থাকেন।
- এরপর থাকে পাইলট কার। ওই গাড়িতেও থাকেন জেলা পুলিশের একজন সাব-ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার।
- মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা ডাইরেক্টরেট অফ সিকিউরিটির অফিসারদের ‘অ্যাডভান্স’ পাইলট কার থাকে।
- এরপর যথাক্রমে -- ভিআইপি কার, এসকর্ট ওয়ান ও এসকর্ট টু কার, জ্যামার, মুখ্যমন্ত্রীর জন্য বিকল্প - স্পেয়ার VIP কার থাকে।
- ওই গাড়ির পিছনে থাকে, মুখ্যমন্ত্রীর প্রধান নিরাপত্তা আধিকারিকের গাড়ি।
- তারপর থাকে এসকর্ট থ্রি গাড়ি।
- থাকে ইন্টারসেপশন ওয়ান ও ইন্টারসেপশন টু গাড়ি।
- এরপর থাকে মহিলা পুলিশের গাড়ি, যার পোশাকি নাম লেডি কন্টিনজেন্ট ভেহিকেল।
- এরপর থাকে অ্যাম্বুল্যান্স।
- শেষের দিকে তিনটি গাড়ি থাকে।
- প্রথমটি টেল কার। এরপর থাকে স্পেয়ার লেডি সিকিউরিটি ভেহিকেল।
- এবং সবার শেষে থাকে স্পেয়ার ইন্টারসেপশন কার।
নানা মহলে প্রশ্ন উঠছে, জেড প্লাস নিরাপত্তা বলয় ভেঙে কীভাবে মুখ্যমন্ত্রীর কাছাকাছি চলে এলেন ৪-৫ জন? তখন কোথায় ছিলেন তাঁর নিরাপত্তা রক্ষীরা? যাবতীয় বিষয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।






















