এক্সপ্লোর
Advertisement
Mamata Leg Injury: জেড প্লাস নিরাপত্তা পান মুখ্যমন্ত্রী, কেমন হয় সেই সুরক্ষা বলয়?
নানা মহলে প্রশ্ন উঠছে, জেড প্লাস নিরাপত্তা বলয় ভেঙে কীভাবে মুখ্যমন্ত্রীর কাছাকাছি চলে এলেন ৪-৫ জন? তখন কোথায় ছিলেন তাঁর নিরাপত্তা রক্ষীরা? যাবতীয় বিষয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।
আশাবুল হোসেন, বিটন চক্রবর্তী ও ঋত্বিক প্রধান: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেড প্লাস নিরাপত্তা পান। তা সত্বেও, নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর সামনে ৪-৫ জন কীভাবে চলে এলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।
এবার একনজরে দেখে নেওয়া যাক, মুখ্যমন্ত্রীর জেড প্লাস ক্যাটিগরির নিরাপত্তা বলয়ের কাঠামো ঠিক কেমন--
পুলিশ সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর কনভয়ে মোট ১৮ টি গাড়ি থাকে। মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে চারটি পাইলট কার থাকে বিভিন্ন স্তরের নিরাপত্তা সুনিশ্চিত করতে।
পুলিশ সূত্রে খবর--
- কনভয়ের প্রথমে থাকে ‘অ্যাডভান্স সুপিরিয়র অফিসার্স মোবাইল’। ওই গাড়িতে ন্যূনতম ডিএসপি পদমর্যাদার অফিসার থাকেন।
- এরপর ‘অ্যাডভান্স পাইলট’ কার। মুখ্যমন্ত্রী যে জেলায় যান, সেই জেলা পুলিশের একজন অফিসার থাকেন।
- এরপর থাকে পাইলট কার। ওই গাড়িতেও থাকেন জেলা পুলিশের একজন সাব-ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার।
- মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা ডাইরেক্টরেট অফ সিকিউরিটির অফিসারদের ‘অ্যাডভান্স’ পাইলট কার থাকে।
- এরপর যথাক্রমে -- ভিআইপি কার, এসকর্ট ওয়ান ও এসকর্ট টু কার, জ্যামার, মুখ্যমন্ত্রীর জন্য বিকল্প - স্পেয়ার VIP কার থাকে।
- ওই গাড়ির পিছনে থাকে, মুখ্যমন্ত্রীর প্রধান নিরাপত্তা আধিকারিকের গাড়ি।
- তারপর থাকে এসকর্ট থ্রি গাড়ি।
- থাকে ইন্টারসেপশন ওয়ান ও ইন্টারসেপশন টু গাড়ি।
- এরপর থাকে মহিলা পুলিশের গাড়ি, যার পোশাকি নাম লেডি কন্টিনজেন্ট ভেহিকেল।
- এরপর থাকে অ্যাম্বুল্যান্স।
- শেষের দিকে তিনটি গাড়ি থাকে।
- প্রথমটি টেল কার। এরপর থাকে স্পেয়ার লেডি সিকিউরিটি ভেহিকেল।
- এবং সবার শেষে থাকে স্পেয়ার ইন্টারসেপশন কার।
নানা মহলে প্রশ্ন উঠছে, জেড প্লাস নিরাপত্তা বলয় ভেঙে কীভাবে মুখ্যমন্ত্রীর কাছাকাছি চলে এলেন ৪-৫ জন? তখন কোথায় ছিলেন তাঁর নিরাপত্তা রক্ষীরা? যাবতীয় বিষয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আন্তর্জাতিক
ক্রিকেট
জেলার
Advertisement