Mamata Banerjee Health: দু-তিন দিনেই ফিরব কর্মসূচিতে, বেডে শুয়ে ভিডিও বার্তা মমতার
হাসপাতালে বেডে শুয়ে ভিডিও বার্তা মমতার
কলকাতা: হাসপাতালে বেডে শুয়ে ভিডিও বার্তা মমতার। তিনি বললেন, আগামী দিনের সমস্ত কর্মসূচীই যথারীতি হবে। কয়েকদিন হয়ত হুইলচেয়ারে যেতে হবে। এ জন্য সকলের সহযোগিতা চেয়েছেন তিনি। মমতা বলেছেন, পায়ের সমস্যা থাকলেও ম্যানেজ করে নেব। বললেন, দু-তিন দিনেই ফিরব কর্মসূচীতে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, গাড়ির বনেটে দাঁড়িয়ে নমস্কার করছিলাম। সেই সময় গাড়ির দরজা চেপে যায়। কাল জোর লেগেছিল। গতকাল মাথা ও বুকে খুব ব্যথা হয়েছিল। হাত-পা, হাড় ও লিগামেন্টে ব্যথা রয়েছে।
দলীয় কর্মীদের প্রতি তাঁর বার্তা, সবই শান্ত ও সংযত থাকুন। এমন কিছু করবেন না, যাতে মানুষের অসুবিধা হয়।
গতকাল নন্দীগ্রামে তৃণমূল নেত্রী আহত হওয়ার পর ইতিমধ্যেই পিছিয়ে গিয়েছে আস দলীয় ইস্তাহার প্রকাশ। ১৩ থেকে ১৭ মার্চ পর্যন্ত ৫ জেলায় মমতার সফরের কর্মসূচী ছিল।
সফর ছিল পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে। কমপক্ষে ১৪টি সভা করার কথা ছিল তৃণমূলনেত্রীর। পিছিয়ে যেতে পারে এইসব কর্মসূচি। আজ এ নিয়ে কালীঘাটে নির্বাচন কমিটির বৈঠক হবে। পরিবর্তিত সূচি ঘোষণা হতে পারে বৈঠকের পর।