Mudiali: শিশু দিবসেশিশুদের মনের স্বাস্থ্য পরীক্ষার আয়োজন মুদিয়ালিতে
এদিন স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন কলকাতা দক্ষিণের তৃণমূল সাংসদ ও রাসবিহারীর তৃণমূল বিধায়ক। এদিন মুদিয়ালি ক্লাবের তরফে আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে বেশ কিছু শিশুকে জামাকাপড়ও দেওয়া হয়।
সৌভিক মজুমদার, কলকাতা: আন্তর্জাতিক শিশু দিবস (International Children's Day) উপলক্ষে শিশুদের মনের স্বাস্থ্য পরীক্ষার আয়োজন। ছিল কাউন্সেলিংয়ের ব্যবস্থা। উদ্যোগ মুদিয়ালি ক্লাবের (Mudiali Club)। এই স্বাস্থ্য শিবিরে (Health Camp) বয়স্কদের প্রেশার, সুগার পরীক্ষারও ব্যবস্থা ছিল।
করোনা কালে (Covid) দীর্ঘদিন ধরে ঘরবন্দি শিশুরা। সমবয়েসীদের সঙ্গে খেলার সুযোগও নেই। এর জেরে চাপ পড়তে পারে শিশুমনের ওপর। তাই ১৪ নভেম্বর, আন্তর্জাতিক শিশু দিবস ও ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে (World Diabetes Day) উপলক্ষে মুদিয়ালির (Mudiali) স্বাস্থ্যশিবিরে আলাদা করে জোর দেওয়া হল শিশুদের মানসিক স্বাস্থ্যের ওপর।
রবিবার মুদিয়ালি ক্লাবের স্বাস্থ্য শিবিরে ব্লাড প্রেশার, সুগার পরীক্ষার (Sugar Test) ব্যবস্থা তো ছিলই।সেইসঙ্গে ছিল শিশুদের কাউন্সেলিং-এর ব্যবস্থাও। হোক না স্বাস্থ্য শিবির, দীর্ঘদিন পর বাড়ির বাইরে বেরোতে পেরে ছোটদের আনন্দ আর ধরে না।
বল-ব্যাট নিয়ে খেলায় মেতে উঠল কচিকাঁচারা। স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন কলকাতা দক্ষিণের তৃণমূল সাংসদ ও রাসবিহারীর তৃণমূল বিধায়ক। এদিন মুদিয়ালি ক্লাবের তরফে আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে বেশ কিছু শিশুকে জামাকাপড়ও দেওয়া হয়।
উল্লেখ্য, আজ শিশু দিবস। সাধারণ মানুষের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মিষ্টি ছবি পোস্ট করে খুদেদের শুভেচ্ছা জানিয়েছেন অনেক বলি-টলি তারকাই। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে মেয়ে রোহিনীর ছোট্টবেলার একটি ছবি পোস্ট করে শিশু দিবসের শুভেচ্ছা জানিয়েছেন সঙ্গীতশিল্পী সাহানা বাজপেয়ী।
ইনস্টাগ্রামে রোহিনীর খুদে বয়সের একটি মিষ্টি ছবি পোস্ট করেছেন সাহানা। ক্যাপশনে লিখেছেন, 'তোমার চোখের বিস্ময়ের সঙ্গে পৃথিবীর দিকে তাকাতে আমি যেন কখনওই ক্লান্ত না হই। আমার মধ্যে থাকা শিশুটি যেন আমাদের চারপাশের বিশ্বকে বোঝার জন্য তোমার মধ্যে থাকা শিশুটিকে লালন-পালন করে চিরকাল।' পোস্টের শেষে শিশুদিবসের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: Children's Day 2021: আজ 'শিশু দিবস', জানুন এই দিনটির ইতিহাস, গুরুত্ব