Abhishek Banerjee: "আপনি এতো বড় নেতা..", ২৬-র ভোটের আগে শুভেন্দুর গড়ে দাঁড়িয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য অভিষেকের !
Nandigram TMC Sebaashray Abhishek Attacks Suvendu: ভোটের আগে নন্দীগ্রামে অভিষেকের 'সেবাশ্রয়', শুভেন্দুর গড়ে দাঁড়িয়েই নিশানা !

নন্দীগ্রাম: ভোটের আগে শুভেন্দুর গড়ে অভিষেকের 'সেবাশ্রয়', নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়েই এদিন শুভেন্দুকে তীব্র আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।সাংবাদিক সম্মেলনে শুভেন্দুকে নিয়ে প্রশ্ন উঠতেই তিনি স্পষ্ট বলেন, 'আপনি এতো বড় নেতা, নন্দীগ্রামের জন্য কী করেছেন? কোনও পরিযায়ী শ্রমিক বিপদে পড়লে, পরিবারের পাশে দাঁড়িয়েছেন?'জনপ্রতিনিধি হিসেবে কোনও দায়িত্বই পালন করেননি।'
আরও পড়ুন, SIR-বিক্ষোভ ঘিরে উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় ধুন্ধুমার, ভাঙচুর-আগুন লাগানো হল BDO অফিসে !
প্রশ্ন: আপনি 'সেবাশ্রয়' চালু করলেন এখানে, গত কয়েকদিন আগে, এখানকার যিনি বিধায়ক শুভেন্দু অধিকারী, স্বাস্থ্য শিবির করেছেন। এবং গত দুই একদিন ধরে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে যে, এখানকার বেশ কিছু পোস্টার ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে। এসব নিয়ে কী বলবেন ?
অভিষেক বন্দ্যোপাধ্যায় : আমি এই এখানে সেবাশ্রয় এখানে চালু করলাম, আপনারা অনেকে বলতে পারেন যে, ভোটের আগে চালু করল। ভোটের আগে যদি চালু করে বা তৃণমূল এখানে জেনেনি বলে চালু করেছে, তাহলে এরকম ৭৮টা কেন্দ্র রয়েছে। যেখানে তৃণমূল হেরেছে।..৭৭টা পেয়েছিল বিজেপি, ১ পেয়েছিল আইএসএফ। তো সেই ৭৮টা কেন্দ্রে তো চালু করা হয়নি। কিন্তু মানুষ যদি আমার কাছে দাবি রাখে, আমি সেই দাবিতে সাড়া দিয়ে, আমার যতটুকু সামর্থ রয়েছে, সেই সামর্থ অনুযায়ী কাজ করতে বদ্ধপরিকর। তো যারা এইসব হোর্ডিং ব্যানার পোস্টার ছিড়ছে, এটা তাঁদের হতাশার বহিঃপ্রকাশ। তাঁরা জানে, তাঁদের মাটি পায়ের থেকে সরে গিয়েছে। এবং তাঁরা চায় না চারটে মানুষ বাড়তি উপকৃত হোক বা স্বাস্থ্য পরিষেবা পাক। আমার লোকসভা কেন্দ্রে , যদি কোনও বিরোধী দলের প্রতিনিধি, কোনও ক্যাম্প করে, বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনও একটা উন্নয়নমুলক প্রজেক্ট আসে, আমি রেড কার্পেট পেতে নিয়ে আসব। ...আপনি এত বড় নেতা হলে, এতদিন ধরে বিজেপি সরকার, কেন্দ্রে ক্ষমতায় রয়েছে, আজকে নেই নেই করে ১২ বছর, আপনি বিজেপিতে গিয়েছেন ২০২০ সালে, ২০২০ থেকে ২০২৬, ৬ বছর, আমি ১ বছর কেটে দিচ্ছি। ৫ বছর নন্দীগ্রামের জন্য কী এনেছেন, চারটে রাস্তা এনেছে ? দুটো জলের প্রকল্প এনেছে ? চারটে লোককে ছাদের ব্যবস্থা করে দিয়েছে ? কোনও পরিযায়ী শ্রমিক যদি বাইরে কাজ করতে গিয়ে, বিপদের মুখে পড়েছে, ..জনপ্রতিনিধি হিসেবে যতটুকু সাহায্যের হাত বাড়ানো উচিত, সেই সাহায্যের হাতও বাড়ায়নি।






















