প্রকাশ পেতে চলেছে মদন মিত্রের নতুন মিউজিক ভিডিও, হয়ে গেল শ্যুটিং
৩০ সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচন। তার আগে মুক্তি পেতে চলেছে তৃণমূল বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রর মিউজিক ভিডিও। বুধবার অর্থাৎ ১৫ সেপ্টেম্বর তারই শ্যুটিং হয়ে গেল।
রুমা পাল, কলকাতা: ৩০ সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচন। সেই উপনির্বাচনে প্রার্থী খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার ঠিক পাঁচদিন পরই, ৬ অক্টোবর, মহালয়া। তার আগে মুক্তি পেতে চলেছে তৃণমূল বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রর মিউজিক ভিডিও। বুধবার অর্থাৎ ১৫ সেপ্টেম্বর তারই শ্যুটিং হয়ে গেল। উপস্থিত ছিলেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত ও পায়েল সরকার। তবে লক্ষ্য অবশ্যই, উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার।
কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের কথায়, 'দিদি আমাকে পাড়ায় পাড়ায় ঘুরতে বলেছেন। তাই করছি। তবে আমরা কে? উনিই তো হাত ধরে আমাদের এই জায়গায় এনেছেন। উনি আজ যেখানে গিয়েছেন, আমি ২ দিন আগেই সেই গুরদ্বারে গিয়ে সব শিখের হাতে জোড়া ফুল তুলে দিয়ে এসেছি।'
তবে ভবানীপুর জয়েই কাজ শেষ হচ্ছে না। আসল লক্ষ্য যে ২০২৪-এ দিল্লির ক্ষমতা দখল, তাও এদিন গানের ছলে বলে দিয়েছেন তৃণমূল বিধায়ক। মদন মিত্র কথায়, 'ভবানীপুর কামারহাটি, ওয়েস্ট বেঙ্গল টু দেশের মাটি, বাংলা হবে এবার দিল্লির ঘাঁটি। মমতার হাত ধরে সামনে হাঁটি। লাগ লাগ লাগ লাগ বিজেপির লেগে গেছে দাঁত কপাটি। ইন্ডিয়া ওয়ানা হ্যাভ হার বেটিয়া।'
কিছুদিন আগেই ভবানীপুরের প্রথম কর্মিসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছিল মদন মিত্রের নাম। মমতা বন্দ্যোপাধ্যায়কে সেখানে বলতে শোনা গিয়েছিল, 'মদন পাড়াটা দেখে নেবে। ও খুব কালারফুল ছেলে। মাঝে মাঝে একটু বেশি কালারফুল হয়ে যায়, তাই না?' তৃণমূল বিধায়ক মদন মিত্র অবশ্য জানান, তিনি কালারফুল কিন্তু পাওয়ারফুল বা ওভার কালারফুল নন।
এর আগে বিধানসভা ভোটের আগেও প্রকাশিত হয়েছিল মদন মিত্রের মিউজিক ভিডিও। ইতিমধ্যেই মদন মিত্রর বায়োপিক তৈরি কথা ঘোষিত হয়েছে। সেই ছবির পরিচালনার দায়িত্বে আছেন রাজা চন্দ। তার আগে ভবানীপুরের উপনির্বাচনের প্রচারে প্রকাশিত হতে চলেছে মদন মিত্রের মিউজিক ভিডিও। ২১ সেপ্টেম্বর রিলিজ হবে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের এই মিউজিক ভিডিও।