![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Parents Protest Ruby Park অনলাইনে ক্লাস, পরীক্ষার দাবি, স্কুল খোলার দিনেই অভিভাবকদের বিক্ষোভ
করোনা-কালে ১১ মাস পর, স্কুল খোলার দিনেই রুবি পার্কের ডিপিএস স্কুলে অভিভাবকদের বিক্ষোভ। অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভ তাঁদের।
![Parents Protest Ruby Park অনলাইনে ক্লাস, পরীক্ষার দাবি, স্কুল খোলার দিনেই অভিভাবকদের বিক্ষোভ Parents Protest Ruby Park DPS School Demanding Online Exams Coronavirus Parents Protest Ruby Park অনলাইনে ক্লাস, পরীক্ষার দাবি, স্কুল খোলার দিনেই অভিভাবকদের বিক্ষোভ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/02/12/3a40fbe061dda252fffb7bed33197fd3_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কৃষেন্দু অধিকারী, কলকাতা : করোনা-কালে ১১ মাস পর, স্কুল খোলার দিনেই রুবি পার্কের ডিপিএস স্কুলে অভিভাবকদের বিক্ষোভ। অনলাইনে ক্লাস, পরীক্ষার দাবিতে বিক্ষোভ তাঁদের। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় পুলিশ বাহিনী। অভিভাবকদের বক্তব্য, শান্তিপূর্ণভাবে তাঁরা বক্তব্য রাখতে চেয়েছিলেন স্কুল কর্তৃপক্ষের কাছে, কিন্তু তাদের তরফে পুলিশে খোঁজ দেওয়া হয়। অভিভাবকদের দাবি, করোনার জেরে অনলাইনে ক্লাস জারি থাক জানিয়ে একাধিক পড়ুয়া অনলাইনে পিটিশনও জমা দিয়েছে স্কুল কর্তৃপক্ষের কাছে।
করোনা-কালে ১১ মাস পর আজ থেকে খুলেছে সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত ও বেসরকারি অধিকাংশ স্কুল। এরই মধ্যে আজ রাজ্যজুড়ে চলছে বামেদের ডাকা ১২ ঘণ্টার ধর্মঘট।
আজ থেকে ক্লাসে ফিরেছে নবম থেকে দ্বাদশ শ্রেণির প্রায় ৪০ লক্ষ পড়ুয়া। স্কুলে ঢোকার জন্য মানতে হচ্ছে স্বাস্থ্যবিধি। স্কুল শিক্ষা দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, স্কুলে ঢোকার সময় পড়ুয়াদের দূরত্ববিধি মানতে হবে। ব্যবহার করতে হবে স্যানিটাইজার। সবাইকে পরতে হবে মাস্ক। ক্লাসরুমে সব সময় দূরত্ববিধি মানতে হবে পড়ুয়াদের। সহপাঠীর টিফিন বা জল খাওয়া যাবে না। সহপাঠীর বই, ব্যাগ বা অন্য জিনিসপত্র ছোঁয়া যাবে না। স্কুল চত্বরে জড়ো হওয়া যাবে না। স্কুলে ঢুকতে পারবেন না অভিভাবকরা।
সরকার নির্দেশিকা দিলেও তা মানার মতো পরিকাঠামো সব স্কুলের আছে কি? তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিতর্ক বেঁধেছে অভিভাবকদের কাছ থেকে বেশ কয়েকটি স্কুলের মুচলেকা নেওয়া নিয়ে। যেখানে বলা হয়েছে, পড়ুয়ার করোনা হলে বা তার উপসর্গ দেখা দিলে তার দায়বদ্ধতা স্কুলের নয়।
জুন মাসে ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক। যারা মাধ্যমিক দেবে, তাদের স্কুলে ক্লাস হয়েছে আড়াই মাস। যারা উচ্চমাধ্যমিক দেবে, তাদের সশরীরে একদিনও ক্লাস হয়নি। এই পরিস্থিতিতে শেষমেষ স্কুল খুলছে। নানা বাধা-বিপত্তি পেরিয়ে স্কুলে যাওয়ার সুযোগ পাচ্ছে পড়ুয়ারা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)