Petrol and Diesel Prices Today ফের রেকর্ড ছুঁল জ্বালানির দাম, আজ কলকাতায় পেট্রোল লিটারপ্রতি ১০৫.৪৩ টাকা, ডিজেল ৯৬.৬৩
উৎসবের মরশুমে লাগাতার জ্বালানির দাম বাড়িয়েই চলেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি...
কলকাতা: উৎসবের মরশুমে লাগাতার জ্বালানির দাম বাড়িয়েই চলেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। বৃহস্পতিবার আরও একবার রেকর্ড ছুঁল পেট্রোল-ডিজেলের দাম।
আজ কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম ৩৪ পয়সা ও ডিজেলের দাম লিটারপ্রতি ৩৫ পয়সা বাড়ল। এর ফলে কলকাতায় পেট্রোলের দাম লিটারে ১০৫ টাকা ৪৩ পয়সা হল। ডিজেলের নতুন দাম হল লিটারে ৯৬ টাকা ৬৩ পয়সা।
এক সপ্তাহেরও বেশি জ্বালানির দাম ঊর্ধ্বমুখী। ফলে জিনিসপত্রের দামও চড়ছে। করোনা আবহে সবদিক থেকে পকেটে টান পড়ায় সঙ্কটে সাধারণ মানুষ।
পরপর সাতদিন বাড়ল জ্বালানির দাম, আজ কলকাতায় পেট্রোল লিটারে ১০৫.০৯ টাকা, ডিজেলের দর ৯৬.২৮
উৎসবের মরশুমে এভাবে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী হওয়ায় জিনিসপত্রেরও দাম বাড়ার আশঙ্কা করছে আমজনতা।
উত্সবের মরসুমে ছ্যাঁকা দিচ্ছে পেট্রোপণ্যের দাম। আনন্দের মাঝেও বিষাদের সুর মধ্যবিত্তের গলায়। একদিকে রান্নার গ্যাসের দাম একশোর গণ্ডী পেরিয়ে এবার হাজার টাকার দিকে এগোচ্ছে। তারমধ্যে প্রায় রোজই বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম।
পরিসংখ্যান বলছে, গত বছর ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে লিটারে প্রায় ২০ টাকা। একই সময়ে ডিজেলের দাম বেড়েছে লিটারপ্রতি ১৮ টাকারও বেশি।
এই অবস্থায় নিত্য প্রয়োজনীয় জিনিসের মুল্যবৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। জ্বালানির এই জোড়া জ্বালায় চরম বিপাকে পড়েছে মধ্যবিত্ত।
আরও পড়ুন: পুজোয় সারাদিন গাড়ি নিয়ে ঘোরাঘুরির প্ল্যান? পেট্রোল ডিজেলের দামে মধ্যবিত্তের কপালে ভাঁজ!
করোনা পরিস্থিতিতে যখন নাগরিকদের পকেটে টান পড়েছে, সেই সময় ফের জ্বালানির দাম বাড়ায় মাথায় হাত মধ্যবিত্তের। লাগাতার এইভাবে জ্বালানির দাম বেড়ে চলায় মূল্যবৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে।
জ্বালানির দাম বৃদ্ধির কারণে পরিবহণ খরচ থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়ার সম্ভাবনা। ফলে পুজোর মুখে বাড়তে পারে সবরকম জিনিসপত্রের দামও। এসব নিয়ে মাথায় হাত মধ্যবিত্তের।
পেট্রোপণ্যের দাম বৃদ্ধিতে কি আদৌ লাগাম পরাবে সরকার? নাকি ডিজেলের দামও লিটারে ১০০ টাকা ছুঁয়ে ফেলবে? উত্সবের মরসুমে উদ্বেগে আম জনতা।