Rampurhat Violence : ' চিঠিতে কাজ না হলে আরও একধাপ এগোতে হবে ' : রামপুরহাট প্রসঙ্গে অপর্ণা সেন
Rampurhat Killing : বিশিষ্টদের চিঠিতে হিংসা বন্ধে ব্যবস্থার আবেদন জানানো হয়। বিশিষ্টদের চিঠি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

কৃষ্ণেন্দু অধিকারী, হিন্দোল দে, অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : রামপুরহাটের ভয়াবহ এই ঘটনা নিয়ে বিশিষ্টজনরা চুপ কেন? কেন তাঁরা কোনও প্রতিক্রিয়া দিচ্ছেন না? এ নিয়ে নানা মহলে সমালোচনার ঝড় ওঠে। এরপরই পথে নামেন বেশ কিছু বিশিষ্ট জন। প্রকাশ্যে নিন্দাও করেন এই নারকীয় ঘটনার, সরকারের কাছে দ্রুত পদক্ষেপের আর্জি জানান।
মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বিশিষ্টজনেরা
এবার রামপুরহাট-সহ রাজ্যের নানা প্রান্তে হিংসার ঘটনায় উদ্বেগ জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বিশিষ্টজনেরা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশপাশি চিঠিতে হিংসা বন্ধে ব্যবস্থার আবেদন জানানো হয়। বিশিষ্টদের চিঠি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিতে বলা হয়েছে, ' বিগত কয়েক মাসে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া কিছু ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত এবং উদ্বিগ্ন। সম্প্রতি মার্চ মাসে বীরভূমের রামপুরহাটে ঘটে যাওয়া হত্যাকাণ্ডটিকে যে কোনও শুভবুদ্ধি সম্পন্ন মানুষ দ্ব্যর্থহীন ভাষায় পৈশাচিক আখ্যা দেবেন। '
ওঁর কাছ থেকে আশু সমাধান আশা করছি : অপর্ণা সেন
পাশাপাশি প্রশ্ন তোলা হয়েছে, আগে পুলিশ প্রশাসন তত্পর বা সক্রিয় হল না কেন? শুধু চিঠিতেই নয়, এবিপি আনন্দকে দেওয়া প্রতিক্রিয়ায় অভিনেত্রী অপর্ণা সেন জানান, ' চিঠিতে জানিয়েছি রামপুরহাট বা অন্যত্র যা ঘটেছে তাতে আমাদের আপত্তি আছে। ওঁর কাছ থেকে আশু সমাধান আশা করছি। তাতে কাজ না হলে আরও একধাপ এগোতে হবে। ভয়ে চুপ করে থাকা পন্থা হল না।'
মুখ্যমন্ত্রীকে লেখা এই চিঠিতে সই করেছেন -
- অভিনেতা ধৃতিমান চট্টোপাধ্যায়
- পরিচালক অপর্ণা সেন
- নাট্যব্যক্তিত্ব সুমন মুখোপাধ্যায়
- নাট্যব্যক্তিত্ব কৌশিক সেন
- কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
- অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়
- গায়ক অনুপম রায়
- অভিনেতা অনির্বাণ চক্রবর্তী-সহ ২২ জনের।
View this post on Instagram
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
