Kolkata Shootout: প্রোমোটিং বিবাদে খাস কলকাতায় শুটআউট, গুলিবিদ্ধ ২
আশঙ্কাজনক অবস্থায় তাঁরা এসএসকেএমে ভর্তি। অভিযুক্তকে আটক করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। পুরনো শত্রুতার জেরে হামলা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
কলকাতা: প্রোমোটিং (Promoting) বিবাদে শুক্রবার (Friday) ভোরে রিজেন্ট পার্ক থানা (Regent Park Police Station) এলাকার তেঁতুলতলার দক্ষিণ আনন্দপল্লিতে চলল গুলি। ঘটনায় গুলিবিদ্ধ (Injured) হয়েছেন ২ জন। পরিবার সূত্রে খবর, পঙ্কজ সাহা ও তাঁর বন্ধু অভিজিৎ মল্লিক ইমারতি ব্যবসার সঙ্গে জড়িত।
অভিযোগ, ভোর পৌনে ৫টা নাগাদ এলাকায় বালি ফেলার সময়, বাইকে চড়ে দুই দুষ্কৃতী সেখানে হাজির হয়। ওই এলাকার কার অনুমতিতে বালি ফেলা হচ্ছে, তা নিয়ে বচসা বাধে। সেই সময়ে ভিক্টর ভট্টাচার্য নামে এক দুষ্কৃতী গুলি চালায় বলে অভিযোগ। ২ জনেরই পেটে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাঁরা এসএসকেএমে ভর্তি। অভিযুক্তকে আটক করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ (Regent Park Police Station)। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। পুরনো শত্রুতার জেরে হামলা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
সম্প্রতি উদ্ধার হয়েছে রিকশ চালকের দেহ। এবার রাজারহাটে (Rajarhat) উদ্ধার মাছ ব্যবসায়ীর (Fish Businessman) মৃতদেহ। শুক্রবার ঘটনাটি ঘটেছে রাজারহাট লাঙ্গোল পোতায় (Langalpota)। জানা গিয়েছে, এ দিন ভোরে মাঝরাস্তা থেকে উদ্ধার হয় ব্যক্তির দেহ। স্থানীয় বাসিন্দারা এদিন ভোরে রাস্তার ওপর রক্তাক্ত অবস্থায় মাছ ব্যবসায়ীকে পড়ে থাকতে দেখে। খবর দেওয়া হয় পুলিশে। পাশেই পড়ে ছিল ওই ব্যক্তির বাইক। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।
পুলিশ সূত্রে খবর, আজ ভোর বেলায় স্থানীয়রা রাজারহাট থানায় (Rajarhat Police station) খবর দেয় যে রাজারহাট চৌমাথা থেকে খরিবাড়ি যাওয়ার রাস্তার লাঙ্গোলপোতায় এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। খবর পেয়ে পুলিশ পৌঁছয়। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।