(Source: ECI/ABP News/ABP Majha)
Buddhadeb Dasgupta Death: প্রয়াত বুদ্ধদেব দাশগুপ্ত, 'যন্ত্রণাদায়ক', ট্যুইট প্রধানমন্ত্রীর, 'চলচ্চিত্র জগতের অপূরণীয় ক্ষতি', বললেন মুখ্যমন্ত্রী
জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র পরিচালকের মৃত্যুতে ট্যুইটারে শোকবার্তা লিখেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
কলকাতা: প্রয়াত পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত। জাতীয় পুরস্কার বিজয়ী প্রবীণ চলচ্চিত্র পরিচালকের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, নিজের সিনেমা ও কবিতার মাধ্যমে আমাদের শিল্প ও সংস্কৃতিকে উর্বর করেছেন বুদ্ধদেব দাশগুপ্ত। তাঁর প্রয়াণে আমরা একজন অতুলনীয় শিল্পীকে হারালাম। তাঁর পরিবারকে আমার সমবেদনা।
বুদ্ধদেব দাশগুপ্তর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্যুইটে তিনি লেখেন, বুদ্ধদেব দাশগুপ্তর প্রয়াণ যন্ত্রণাদায়ক। নিজের সৃষ্টিতে সমাজের নানা স্তরের সঙ্গে সম্পর্কের বন্ধন গড়েছিলেন তিনি। মৌলিক ভাবনায় তিনি ছিলেন অগ্রণী। তাঁর পরিবার এবং অনুরাগীদের প্রতি আমার গভীর সমবেদনা।
শোকবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, বিশিষ্ট চিত্রপরিচালক বুদ্ধদেব দাশগুপ্তের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৭ বছর। তাঁর পরিচালিত উল্লেখযোগ্য ছবি তাহাদের কথা, বাঘ বাহাদুর, উত্তরা, চরাচর, মন্দ মেয়ের উপাখ্যান, কালপুরুষ ইত্যাদি।
বুদ্ধদেব দাশগুপ্ত স্পেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, এথেন্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন অ্যাওয়ার্ড, বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন বেয়ার পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অজস্র সম্মানে ভূষিত হয়েছেন। তাঁর মৃত্যুতে চলচ্চিত্র জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি বুদ্ধদেব দাশগুপ্তের পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করলেন বাংলা চলচ্চিত্র জগতের বিশিষ্টজনেরা। ট্যুইটারে শোকবার্তা দিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লিখেছেন, একে একে সবাই যেন হারিয়ে যাচ্ছেন। বুদ্ধদেব দাশগুপ্ত শুধু ভারতীয় চলচ্চিত্র জগতেরই নয়, আন্তজার্তিক
চলচ্চিত্র জগতের এক উজ্বল নাম। সৌভাগ্যবশতঃ তাঁর সঙ্গে দু’টি সিনেমা করার সুযোগ হয় এবং বিভিন্ন চলচ্চিত্র উৎসবে তাঁর সাথে গিয়ে জানতে পারি আন্তর্জাতিক স্তরে তাঁর অন্যধারার সিনেমার কদর কতটা। গর্ব হয় বাঙালি হিসেবে। বুদ্ধদা মানুষ হিসেবেও অতুলনীয়। ভালো থেকো। তোমার কাজের মধ্যে দিয়েই আমাদের মাঝে থেকো।
আজ দক্ষিণ কলকাতায় নিজের বাসভবনে মৃত্যু হয় বুদ্ধদেব দাশগুপ্তর। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। কিডনির সমস্যা থাকায় গত কয়েকদিন ধরে ডায়ালিসিস চলছিল। বার্ধক্যজনিত অসুস্থতায় মৃত্যু বলে পরিবার সূত্রে খবর।