Nurse Protest: সম পদে সম বেতনের দাবিতে শুক্রবার মহামিছিলের ডাক নার্সদের
এসএসকেএম হাসপাতাল থেকে মহামিছিলের ডাক দিলেন আন্দোলনকারী নার্সরা। এসএসকেএমে নবম দিনে পড়ল নার্সদের অবস্থান-বিক্ষোভ।
কলকাতা: সরকারি চাকরিতে সম পদে সম বেতনের দাবিতে আন্দোলন নার্সদের।বেতন বৃদ্ধির দাবিতে সরকারি হাসপাতালের নার্সদের বিক্ষোভ। দাবি আদায়ে আগামী শুক্রবার এসএসকেএম হাসপাতাল থেকে মহামিছিলের ডাক দিলেন আন্দোলনকারী নার্সরা। এসএসকেএমে নবম দিনে পড়ল নার্সদের অবস্থান-বিক্ষোভ। এ প্রসঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে কথা হয়েছে এবং বিষয়টি সরকার খতিয়ে দেখছে বলে দাবি স্বাস্থ্য দফতর সূত্রে।
এক আন্দোলনকারী জানিয়েছেন, তাঁরা গতকালও এসএসকেএম হাসপাতাল চত্বরে মিছিল করেছেন। আগামী শুক্রবার তাঁরা রাস্তায় মিছিল করবেন। এরপর কিছু হলে তার দায় সরকারের। এখনও তিনদিন বাকি রয়েছে। এই সময়ের মধ্যে আমরা সদর্থক আলোচনা চাই।
বেতন বৈষম্যের অভিযোগে কলকাতায় গতকাল বিক্ষোভে সামিল হয়েছিলেন নার্সরা। রাজ্যে এখনও করোনা পরিস্থিতি উদ্বেগজনক। তারই মধ্যে মহানগরে বিক্ষোভে মুখর হন প্রথম সারির করোনা যোদ্ধা। বেতন বৈষম্যের অভিযোগে এসএসকেএম হাসপাতাল চত্বরে মিছিল করলেন সরকারি হাসপাতালের নার্সরা।
একই গ্রেডের অন্যান্য সরকারি কর্মীরা যে হারে বেতন পান, তার তুলনায় সরকারি হাসপাতালের নার্সদের বেতন কম। এই অভিযোগ নিয়ে এক সপ্তাহের বেশি সময় ধরে এসএসকেএম হাসপাতাল চত্বরে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিভিন্ন জেলার সরকারি হাসপাতালের নার্সরা। সোমবার সংগঠনের নেতৃত্বে হাসপাতাল চত্বরে প্রতিবাদ মিছিল করেন তাঁরা।
বিক্ষুব্ধ সরকারি নার্সদের দাবিদাওয়া পুনরায় শোনার জন্য গতকালই তাঁদের ৫ প্রতিনিধিকে স্বাস্থ্য ভবনে ডেকে পাঠানো হয়।নার্সেস ইউনিটি সম্পাদক ভাস্বতী মুখোপাধ্যায় গতকাল বলেছিলেন, অন্যান্য সরকারি কর্মীদের হারে বেতন দিতে হবে। এই দাবি রেখেছিলাম। কথা বলে একদমই সদর্থক জবাব পায়নি। এরকম চলতে থাকলে বৃহত্তর আন্দোলন হবে।
আর এর পরই আগামী শুক্রবার মহামিছিলের ডাক দিলেন আন্দোলনকারী নার্সরা।
উল্লেখ্য, গতকাল নার্সদের বিক্ষোভে এসএসকেএম যখন সরগরম ছিল, তখন গতকালই সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে ক্ষোভ উগরে দেন আশাকর্মীরা। সরকারি স্বাস্থ্য কর্মীর স্বীকৃতি,প্রতি মাসে নিয়মিত বেতন, ন্যূনতম ২১ হাজার টাকা মাইনে, এমন একাধিক দাবিতে বিক্ষোভ দেখায় পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন।