(Source: ECI/ABP News/ABP Majha)
TET News: নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণদের বিক্ষোভ, পুলিশ- বিক্ষোভকারীদের ধস্তাধস্তিতে রণক্ষেত্র সল্টলেক
পুলিশ (Bidhannagar Police) বিক্ষোভকারীদের মিছিল আটকালে ধস্তাধস্তি বেধে যায়। বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।
কলকাতা: অবিলম্বে নিয়োগের দাবিতে সল্টলেকে টেট উত্তীর্ণদের (TET) বিক্ষোভ। পুলিশ (Bidhannagar Police) বিক্ষোভকারীদের মিছিল আটকালে ধস্তাধস্তি বেধে যায়। বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। এর আগেও নিয়োগের দাবিতে দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছেন টেট উত্তীর্ণরা।
নভেম্বরে বিকাশ ভবনের (Bikash Bhavan) সামনে ২০১৪ সালের প্রাথমিকের টেট (Primary TET) উত্তীর্ণদের বিক্ষোভ। অবিলম্বে নিয়োগ না করলে আত্মহত্যার (Suicide) হুঁশিয়ারি আন্দোলনকারীদের। পুলিশ ঘটনাস্থলে গেলে শুরু হয় ধস্তাধস্তি।
পুলিশের সঙ্গে বচসা থেকে ধস্তাধস্তি বাঁধে এদিনও। যা ঘিরে দফায় দফায় উত্তেজনা ছড়ায় বিকাশ ভবন চত্বরে। এর আগের দিনই স্কুলে গ্রুপ-ডি কর্মী (Group-D) নিয়োগে দুর্নীতির অভিযোগের মামলায় সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকে (Central School Service Commission) তীব্র ভর্ত্সনা করেছে কলকাতা হাইকোর্ট (Calcutta HighCourt)।
এর ২৪ ঘণ্টার মধ্যেই ফের রাস্তায় নামলেন চাকরিপ্রার্থীরা। এবার আন্দোলনে ২০১৪ সালে প্রাথমিকে টেট উত্তীর্ণরা। আন্দোলনকারীদের দাবি, ২০১৪ সালের প্রাথমিক টেটে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। ২০১৫ সালে টেট পাস করেন তাঁরা। এরপর সরকারি উদ্যোগে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বা DLEd-এর প্রশিক্ষণ নেন তাঁরা। তাঁদের আরও দাবি, গত বছরের নভেম্বরে প্রাথমিকে ১৬ হাজার ৫০০ জন শিক্ষক নিয়োগের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সেই নিয়োগ হয়নি বলে অভিযোগ আন্দোলনকারীদের। ১২ হাজার পদে নিয়োগ হয়েছে বলে দাবি তাঁদের। বাকি সাড়ে ৪ হাজার পদে এখনও নিয়োগ হয়নি বলে অভিযোগ চাকরিপ্রার্থীদের।
এদিন বিকাশ ভবনের সামনে রাস্তায় বসে পড়েন আন্দোলনকারীরা। পুলিশ এসে সরিয়ে দেয়। এরপর ময়ুখ ভবনের সামনে অবস্থান করেন তাঁরা। যদিও চাকরিপ্রার্থীদের দাবি মানতে নারাজ সরকার।
এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী (Education Minister) ব্রাত্য বসু বলেন, 'যাঁরা যোগ্য তাঁরা পাবে। সবাই যোগ্য এমনটা নয়। আমরা বলে দিয়েছিল স্বচ্ছভাবে নিয়োগ হবে।'