Sourav Ganguly: করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গােপাধ্য়ায়ের মা
Sourav Ganguly: শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। সোমবার রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শ্বাসকষ্টের সমস্যা রয়েছে নিরুপা গঙ্গোপাধ্যায়ের।
কলকাতা: করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরুপা গঙ্গোপাধ্যায়। শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। সোমবার রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শ্বাসকষ্টের সমস্যা রয়েছে নিরুপা গঙ্গোপাধ্যায়ের। এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্থিতীশীল। হাসপাতালে মাকে ভর্তি করার পর দীর্ঘক্ষণ ছিলেন মহারাজও। তাঁরও কোভিড পরীক্ষা হয়েছে। জানা গিয়েছে সৌরভের রিপোর্ট নেগেটিভ।
ডায়াবিটিস সহ একাধিক কো-মর্বিডিটি রয়েছে নিরুপা গঙ্গোপাধ্যায়ের। গত কয়েকদিন ধরে শারীরিক অস্বস্তি বোধ করার পর শ্বাসকষ্ট হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। যেখানে ধরা পড়ে, করোনা পজিটিভ তিনি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মায়ের চিকিৎসা শুরু করেছে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল। সূত্রের খবর, কিছুটা অক্সিজেনও দিতে হয়েছে তাঁকে। তবে আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতীশীল।
গত বেশ কয়েকমাস ধরে ক্রমাগত শারীরিক বিভিন্ন সমস্যা ভোগাচ্ছে মহারাজদের পরিবারকে। খোদ মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেও বছরের শুরুর দিকে অসুস্থ হয়ে পড়েছিলেন। অ্যাঞ্জিওগ্রাম হয় তাঁর। পরে অ্যাঞ্জিওগ্রাম হয় সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়েরও। সেই সময় নিজে অনুপস্থিত থাকায় দুই বন্ধু জয়দীপ ও সঞ্জয় দাসকে হাসপাতালে যেতে বলেছিলেন সৌরভ। প্রসঙ্গত, সৌরভ গঙ্গোপাধ্যায় যে সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন সেই সময় তাঁর দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। বুকে ব্যথা অনুভব করায় সৌরভের পরামর্শেই হাসপাতালে পরীক্ষা করাতে যান তিনি। সৌরভের পর তাঁর দাদার অসুস্থতার খবরে ফের চিন্তায় পড়েছিল ক্রিকেট মহল। সেই সময় অ্যাঞ্জিওগ্রামে ধমনীতে ব্লকেজ ধরা পড়ে স্নেহাশিসের। বুকে ব্যথা অনুভব করায় সেদিকে বসানো হয় স্টেন্ট। সৌরভের অসুস্থতার সময় জানা গিয়েছিল, হৃদরোগের ‘ফ্যামিলি হিস্ট্রি’ আছে গঙ্গোপাধ্যায় পরিবারের। অর্থাৎ পারিবারিক ভাবেই হৃদরোগে আক্রান্ত হওয়ার একটা প্রবণতা আছে সৌরভদের। তাছাড়া, সদ্য সৌরভ যেভাবে মৃদু হার্ট অ্যাটাকের শিকার হলেন তা উদ্বেগ বাড়িয়েছে পরিবারের অন্য সদস্যদেরও। যার মাঝেই ফের করোনার ধাক্কা সৌরভের বাড়িতে।