Municipality Election: ওয়েবসাইট থেকে সরল বিতর্কিত প্রার্থীতালিকা, আইপ্যাকের দায়িত্বও ছাঁটল তৃণমূল
এরপর থেকে সংবাদমাধ্যমের সঙ্গে যোগসূত্র রক্ষা করবেন তৃণমূলের নেতারাই। আগে এই বিষয়টি দেখাশোনা করত আইপ্যাকের একটি টিম।
কলকাতা: পুরভোটের প্রথম বিতর্কিত প্রার্থী তালিকা (Candidate List) সরাল তৃণমূল (TMC)। দলের ওয়েবসাইট থেকে সরানো হল তৃণমূলের প্রার্থীদের। প্রথমে প্রকাশিত বিতর্কিত প্রার্থী তালিকা রয়ে গিয়েছিল ওয়েবসাইটে, তা নিয়ে তৈরি হয়েছিল বিস্তর বিভ্রান্তি। গতকালই জাতীয় স্তরের সব শীর্ষপদ অবলুপ্ত করেন মমতা। ২০ জনকে নিয়ে তৈরি হয় নতুন জাতীয় কর্মসমিতি। তারপরেই ওয়েবসাইট থেকে সরল তৃণমূলের বিতর্কিত প্রার্থী তালিকা। এরপর থেকে সংবাদমাধ্যমের সঙ্গে যোগসূত্র রক্ষা করবেন তৃণমূলের নেতারাই। আগে এই বিষয়টি দেখাশোনা করত আইপ্যাকের একটি টিম। মিডিয়া কমিটির দায়িত্বে এলেন ৩ তৃণমূল নেতা। দায়িত্বে এলেন অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, কুণাল ঘোষ।
উল্লেখ্য, পুরভোটের প্রার্থী তালিকা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছি। পরে সেই তালিকা বদলে ফের নয়া তালিকা প্রকাশ করে তৃণমূল। তাতে সম্মতি জানান দলনেত্রী। তবে ওয়েবসাইটে পুরনো তালিকা থেকে গিয়েছল। এবার সেটার সরিয়ে নেওয়া হল।
অন্যদিকে আইপ্যাকের সঙ্গেও তৃণমূলের চাপানউতোর প্রকাশ্যে আসে। মুখ্যমন্ত্রীকে টুইটারে আনফলো করে দেয় প্রশান্ত কিশোরের সংস্থা। এর মধ্যেই আই প্যাকের পক্ষে মুখ খোলেন সৌগত রায়। তাঁকে সতর্ক করে দল। তৃণমূল সূত্রে খবর, এ বিষয়ে দলের বর্ষীয়ান সাংসদকে মুখ খুলতে নিষেধ করেছেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের জয়ে উল্লেখযোগ্য অবদান আই প্যাকের, দলে এক ব্যক্তি এক পদ-নীতিকে সমর্থন জানিয়ে এবিপি আনন্দে মুখ খুলে কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে ব্যাটিং করেন সৌগত রায়। তৃণমূল সূত্রে খবর, এরপরই দমদমের তৃণমূল সাংসদকে লাগাম টানতে উদ্যোগী দল। দলের সতর্কবার্তার পর এ বিষয়ে কোনও মন্তব্য করব না বলে প্রতিক্রিয়া সৌগত রায়ের।
আরও পড়ুন ; আইপ্যাকের সঙ্গে চুক্তি ভেঙে গেছে, অসুবিধা হবে, বিস্ফোরক সাক্ষাৎকারে দাবি সৌগত রায়ের
পুরভোটের (Municipal Election) জেলাভিত্তিক নজরদারি কমিটির মাথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) না রাখা, তৃণমূলের সঙ্গে প্রশান্ত কিশোরের (Prashant Kishor) সংস্থার সম্পর্ক ছিন্ন হওয়ার জল্পনা, এসব ঘিরে তৃণমূলের (TMC) অন্দরের রাজনীতিতে এখন জোর শোরগোল। আর এই আবহেই এবিপি আনন্দে দেওয়া একান্ত সাক্ষাৎকারে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy)।